মেষ



সপ্তাহের প্রথম দিকে কর্ম নিয়ে চিন্তা বাড়তে পারে । তবে যারা ব্যবসা করেন তাদের জন্য ভাল খবর । শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে । গুরুজনের সাথে অশান্তি বাড়বে । বাড়িতে কোনও পশু পাখি নিয়ে শোকের ছেয়া নামতে পারে । অধস্তন কর্মী দ্বারা কোনও ভাল কাজ হতে পারে । চাকুরির স্থানে ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে । বাড়িতে একটু বুদ্ধি করে ঝগড়া টি এড়িয়ে চলুন । কোনও অতিথির সাথে তর্ক বাঁধতে পারে । ব্যবসার দিকে সুনাম বৃদ্ধি ।

বৃষ


সপ্তাহের প্রথম দিকে আয়ব্য্যের সমতা ঠিক থকবে না । বাড়ির খরচ সর্বদা হাতের বাহিরে থাকবে । নিজের পাওনা আদায়ে জন্য একটু শক্তি খরচ করতে হবে । বাড়িতে স্বজন আসার জন্য কর্মে ব্যঘাত ঘটতে পারে , সপ্তাহের মধ্যভাগে সব অশুভ জিনিষ গুলি একটু একটু কাটতে থকবে । পড়াশুনাতে খুব ভাল ফল পাবেন । বাড়ির বাহিরের ঝগড়া ঘরে আসতে পারে । স্ত্রীর শরীরের ব্যপারে চিন্তা করুন । শেষের দিকে চাকুরীর স্থেনে বিবাদ থেকে সাবধান । বিবাহ ব্যপারে চাপ আসতে পারে ।



মিথুন

এসপ্তাহে শরীর নিয়ে খুব একটা চিন্তা থকবে না , তবে পেটের সমস্যা বাড়তে পারে । ছোট বাচ্ছাদের পড়াশুনাতে মন বসবেনা । বাড়িতে কোনও বড় আনন্দের খবর আসতে পারে । দূরের কোনও বন্ধুর জন্য চিন্তা বাড়তে পারে । রাস্তায় কোনও অচেনা লোকের জন্য বিপদে পরতে পারেন । ভাই –বোনের অসান্তির জন্য পাড়ার লোকেরা সুযোগ নেবে । সম্পতি কেনার জন্য ভাল সময় আসছে । স্ত্রীর মনের কষ্ট দেখার চেষ্টা করুন । । ব্যবসার দিকে ভাল যোগাযোগ আসতে পারে ।




কর্কট

শরীর খারাপ না থাকলেও মনের দিক দিয়ে ক্লান্ত অনুভাব করবেন । যেমন আয় বাড়বে ঠিক ব্যয় ও ঠিক তার সাতে থাকবে প্রচুর । বিলাসিতাতে খরচ বাড়বে বেশি । ঘরের ঝগড়া বাহিরে বেশি বলবেন না লোক সুযোগ নেবে । পছন্দমতো কোনও বন্ধুর সাথে পাওয়াতে মনের আনন্দ । বিবাহ জীবনে কোন অচেনা অশান্তি আসতে পারে । ব্যবসার জন্য বাড়তি বিনিযগ করতে পারেন । সমাজে সুনাম বাড়বে





সিংহ

সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়বে । রক্ত চাপ বাড়তে পারে । ডাক্তারের ব্যপারে কোনও ভুল হতে পারে । কথাবার্তা খুব বুঝে বলবার চেষ্টা করুন । ব্যবসার দিকে কোনও মহিলার সাথে বিবাদ বাঁধতে পারে বন্ধুর দ্বারা কোনও ভাল উপকার আসতে পারে ।কাজের চাপ বাড়তে পারে । ছোট বাচ্ছাদের চঞ্চলতা আগের থেকে আর বেরে যাবে । মধ্য ভাগে সব দরকারি কাজ গুল শেষ করুন । স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি । শেষের দিকে সন্তান নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে ।




কন্যা

শরীরের দিকে কোনও অঙ্গের যন্ত্রনা বাড়তে পারে । সন্তানের ভুল চিকিৎসার জন্য নাজেহাল হতে হবে ও খরচ বৃদ্ধি পাবে । বাড়ির অসান্তির দিকে বেশি নজর দেবেন না । স্ত্রীর সাথে আলোচনা করে তবে কোনও সিদ্ধান্ত গ্রহন করুন । এসপ্তাহে অপরের দ্বারা কোনও উপকার পেতে পারেন । প্রেমের ব্যপারে কোনও ঝামেলা বাড়তে দেবেন না । মধ্য ভাগে কোনও বিশেষ কাজে বাহিরে যেতে হতে পারে । ব্যবসা ভাল যাবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে । খরচের ব্যপারে চিন্তা বৃদ্ধি ।




তুলা

সপ্তাহের প্রথম দিকে কোনও ভাল কাজের জন্য পুরস্কার পেতে পারেন । কর্ম স্থানে সাহসের সঙ্গে কোনও পদক্ষেপ গ্রহণ করুন ভাল লাগবে । কোনও বন্ধুর জন্য গর্ভ বোধ হবে । দূরে ভ্রুমনের আলোচনা এখন একটু স্থির রাখুন । কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না আপনার নির্দেশ ভাল হবার জন্য কর্ম স্থানে সুনাম বাড়তে পারে । নতুন প্রেমের বার্তা আসতে পারে ।




বৃশ্চিক

সম্পত্তি নিয়ে কোনও বিবাদ বাঁধতে পারে গুরু জনের সাথে ।মাথা ঠাণ্ডা রেখে এসপ্তাহে সকল কাজ করতে হবে নাহলে বিপদ বাড়তে পারে । কোনও নতুন খবর মনে আনন্দ বারাতে পারে । মধ্য ভাগে কোনও ভাল আশা পুরন হতে পারে । ধিরে চলাফেরা করুন রক্ত চাপ বাড়তে পারে । সন্তানের কাজের ব্যপারে চেষ্টা । অপর কাউকে নিয়ে সংসারে অশান্তি বাড়বে ।গান নিয়ে যারা চর্চা করেন তাদের ভাল সুয়গ আসছে ।




ধনু

শরীর খারাপ না থাকলেও মনের দিক দিয়ে ক্লান্ত অনুভাব করবেন । যেমন আয় বাড়বে ঠিক ব্যয় ও ঠিক তার সাতে থাকবে প্রচুর । বিলাসিতাতে খরচ বাড়বে বেশি । ঘরের ঝগড়া বাহিরে বেশি বলবেন না লোক সুযোগ নেবে । পছন্দমতো কোন বন্ধুর সাথে পাওয়াতে মনের আনন্দ । বিবাহ জীবনে কোনও অচেনা অশান্তি আসতে পারে । ব্যবসার জন্য বাড়তি বিনিযগ করতে পারেন । সমাজে সুনাম বাড়বে । । প্রেমের ব্যপারে গুরুজনের সাথে বিবাদ ।




মকর

সপ্তাহের প্রথম দিকে কোনও লেন দেনের ব্যপারে মনের ভিতর আস্থিরতা কাজ করবে । সন্তানের ব্যপারে খরচ বাড়তে পারে । অর্থ ভাগ্য মধ্যম প্রকার সঞ্চয় খুব ভাল হবেনা । ব্যবসা দিকে একটু মনোযোগ দিন । শেয়ার ব্যবসায় টাকা বুঝে লাগাবেন । স্ত্রীর সাথে বিবাদ মিটে যেতে পারে । অজানা চাপ একটা মনের ভিতর থকবে । মাবাবার সাথে সপ্তাহটি খুব আনন্দে কাটবে । বন্ধুর কোনও কাজের জন্য কিছু লাভ হতে পারে ।




কুম্ভ

সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু সমস্যা বাড়তে পারে । মধ্য ভাগে বকেয়া কাজ গুলো করুন । সমাজের কোনও ভাল কাজ করবার সন্মান বাড়তে পারে । ব্যবসার জন্য নতুন করে অর্থ বিনিযগ করবেন না । কোনও ফটকা স্থান থেকে আয় বাড়তে পরে । সংসারের কোনও কাজে গাফিলটির জন্য স্ত্রীর সাথে বিবাদ । দূরে কোনও বন্ধুর বাড়িতে যাবার আলোচনা । গৃহ নির্মাণর জন্য বাড়িতে প্রস্তুতি । ডাক্তার খরচ বাড়তে পারে ।




মীন

সপ্তাহের প্রথম দিক কোনও শত্রুর সাথে অশান্তি নিয়ে শুরু হতে পারে । বাড়িতে কোনও বন্ধুর জন্য নিজেদের ভিতর অশান্তি আসতে পারে । সপ্তাহের মধ্য ভাগে সকল দরকারি কাজ গুলো করুন । সম্পতি নিয়ে পিতা মাতার সাথে অশান্তি প্রতিবেশীর ভাল হয়ে দাঁড়াবে । কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্ম স্থানে ঝঞ্ঝট মুক্ত । ব্যবসার স্থানে কর্মচারী নিয়ে কোনও বিবাদ বাঁধতে পারে । সন্দেহর কারনে স্বামী স্ত্রী অশান্তি । বাড়তি অনেক খরচ নিয়ে সংসারে অশান্তি।