মেষ
সপ্তাহের প্রথম দিকে শরীরের দিক দিয়ে একটু অলস ভাব থাকতে পারে। কাজের স্থানে আগুন থেকে সাবধান। ব্যবসার দিকে শুভ ফলাফলের আশা করা যায়। যোগাযোগ ব্যবস্থা খুব ভাল হবে। এই সময় শত্রুর কারণে ক্ষোভ বাড়তে পারে। ব্যবসার স্থানে কোনও মহিলার জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়িতে কোনও কাজ শুরু হতে পারে। স্ত্রীর ব্যাপারে একটু চাপ বৃদ্ধি। এই সপ্তাহে কর্ম স্থানে কোনও বাধার যোগ আছে। অপরের উপকার করে সমাজে সুনাম বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে কোনও আনন্দের ব্যবস্থা। কর্মস্থানে বদলির সম্ভাবনা। সংসারের ব্যয় বাড়তে পারে। সন্তানের ব্যাপারে কোনও বাড়তি খরচ। মাসের শেষের দিকে শরীরের ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি। শেষের দিকে দরকারি কাজ গুলি করে ফেলুন। কর্মস্থানে কোনও নতুন যোগাযোগ আসতে পারে। শত্রুর জন্য কোনও ভয় ভাব বাড়তে পারে।
বৃষ
সপ্তাহের প্রথম দিকে চাকুরীর স্থানে কোনও সুনাম বাড়তে পারে। ভুল কাজের জন্য বিপদ। অর্থ নিয়ে কোনও চাপ বৃদ্ধি। স্বামী-স্ত্রী একত্রে চেষ্টা করে সাফল্য আনতে পারে। এই মাসে ব্যবসার দিকে খুব ভাল ফল পাবেন না, তবে কিছু পাওনা আদায় হতে পারে। বৈবাহিক জীবনে এইকটু বিঘ্ন থাকতে পারে। ব্যবহারে ত্রুটি থাকার জন্য প্রেমে অশান্তি। এই সময় সামাজিক কোনও কাজের জন্য সম্মান বাড়বে। শিল্পীদের জন্য জয়ের সময়। ব্যবসার জন্য সময় ভাল। সংসারের কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। এই সময় ভাল উদ্দেশ্য পূরণের সময়। অযথা কোনও ঝামেলা থেকে দূরে থাকুন। অপরের কোনও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। ছোট সমস্যা নিয়ে বাড়িতে অশান্তি। সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি। সমাজে কোন উপকার করবার জন্য সম্মান লাভ। পিতার সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও আলোচনা। উচ্চ শিক্ষার সুযোগ মিলতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ।
মিথুন
সপ্তাহের শুরুতে মনে এইকটা আনন্দ থাকবে। কাজের দিকে উন্নতি। বন্ধুর জন্য মনে চাপ। ব্যবসার জন্য নতুন কোনও ব্যবস্থা চালু। শরীরের দিকে একটু নজর দিন। আপনার ভাল ব্যবহারের জন্য সুনাম বৃদ্ধি। অভিনেতাদের ভাল সুযোগ আসবে। প্রেমের ব্যাপারে শুভ খবর আসতে পারে। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা। স্ত্রীর জন্য খরচ বৃদ্ধি। নিজের ক্ষমতার প্রকাশ করতে পারবেন। বিবাহ জীবনে সুখের খবর আসছে। নতুন প্রেমে আনন্দ বৃদ্ধি। গঠনমূলক কাজের চিন্তা। বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে।
কর্কট
সপ্তাহের প্রথমে ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে। খুব ভাল কাজের যোগাযোগ আসতে পারে। ব্যবহারের দিক দিয়েই আপনার জন্য কেউ মনে কষ্ট পেতে পারে। পুরনো কোনও বিবাদ ফিরে আসতে পারে। এই সপ্তাহে পাশের বাড়ির লোকের সঙ্গে বিবাদ। অহেতুক অর্থ ব্যয় হতে পারে। চাকুরীর স্থানে কোনও গোলযোগ বাঁধতে পারে। ফাটকা কোনও ব্যবসায় উন্নতির যোগ। প্রেমের জন্য কোন হতাশা। লেখাপড়ার জন্য সুনাম বৃদ্ধি। পিতার সঙ্গে কোনও মতের অমিলের জন্য রাগ। সন্তানকে নিয়ে কোনও চিন্তার কারণ হতে পারে। এই সময় অর্থের ব্যাপারে খুব ভাল সুবিধা পাবেন। বাড়িতে কোনও নতুন কাজের জন্য মনে আনন্দ বাড়তে পারে।
সিংহ
এই সপ্তাহে বাড়িতে অতিরিক্ত খরচ নিয়ে বিবাদ বাঁধতে পারে। বন্ধুর জন্য অপরের সঙ্গে অশান্তি। অংশীদারি ব্যবসায় অর্থের দিকে কোনও ক্ষতি হতে পারে। মানসিক অবস্থা ভাল থাকবে না। এই সপ্তাহে বেকারদের চাকুরীর কোন সুযোগ আসতে পারে। ভাল কাজের প্রতিদানে উপহাস জুটতে পারে। পিতার-মাতার সঙ্গে আনন্দ লাভ। সবদিকে ভাল যোগাযোগ মিলতে পারে। কিছু সমস্যা বাড়বে। সংসারের চিন্তায় মানসিক চাপ বাড়তে পারে। স্বামী-স্ত্রীর অশান্তি বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ব্যবসার জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে।
কন্যা
এই সপ্তাহের শুরুতে খুব ভাল যোগাযোগ আসতে পারে। ভোগ বিলাসের জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোন বিবাদ। রাস্তায় এইকটু সাবধানে চলাফেরা দরকার। কোনও ভুলের জন্য মনে কষ্ট। কাজের দিকে একটু অনীহা আসতে পারে। ব্যবসার দিকে মূলধনের ক্ষেত্রে চাপ। পিতা-মাতার সঙ্গে কোনও কারণে বিবাদ। রক্ত চাপ বাড়তে পারে। পুরনো কোনও ক্ষোভ থেকে বিবাদ হতে পারে। শরীরের কোনও রোগ বাড়তে পারে। বিদেশে কোনও বন্ধুর খবরে আনন্দ বৃদ্ধি।
তুলা
সপ্তাহের প্রথম দিকে ব্যবসার দিক দিয়ে খুব ভাল ফল পাবেন। চাকুরীর দিকে ভাল সুযোগ মিলতে পারে। ঠাণ্ডা লাগার জন্য শরীরে কষ্ট বাড়তে পারে। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে মনে খুব অবসাদ বাড়তে পারে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। এই মাসে সংসারের অশান্তির জন্য মানসিক কষ্ট। সাধু সঙ্গে থাকার জন্য আনন্দ। ব্যবসার দিকে অশান্তি হতে পারে। ভোগ বিলাসের জন্য অনেক ব্যয় বৃদ্ধি। বাড়িতে কোনও বিবাদ। আপনার সরলতার কারণে বন্ধুরা সুযোগ নিতে পারে। সন্তানের জন্য মনে আনন্দ বৃদ্ধি। খেলাধুলাতে ভাল সাফল্য মিলতে পারে। অহেতুক বিবাদের জন্য কাজের ক্ষতি।
বৃশ্চিক
মনে কোনও কারণে ভয় থাকতে পারে। ভাল কাজে যোগ দান করতে পারবেন। মনে বিভিন্ন আশার উদয়। ব্যবসার দিকে ভাল ফল। অর্থ চাপ বাড়তে পারে। কোনও জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি । মঙ্গলজনক কোনও কাজ হতে পারে। প্রেমের ব্যাপারে একটু বাধা আসতে পারে। পেটের কোনও সমস্যা। শরীরে কোনও জটিল সমস্যা বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। কর্মস্থানে কোনও কর্মীর সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। সন্তান নিয়ে চিন্তা।
ধনু
অতিরিক্ত উদারতার জন্য ক্ষতি হতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও ভাল লোকের সঙ্গে আলোচনা। ব্যবসার দিকে ভাল লাভ বাড়তে পারে। আশার অধিক কিছু লাভ হতে পারে। কোনও মহিলার প্রতি অনুরাগ বাড়বে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। অর্থের ব্যাপারে বাধা আসতে পারে। বাড়ির কোনও কাজে প্রচুর অর্থ ব্যয়। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। অপরের প্রতি বিরোধী ভাব থাকতে পারে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি। পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। ধর্মের ব্যাপারে কোনও দান।
মকর
শরীরের কোনও কষ্ট বাড়তে পারে। বাড়ির সকলে মিলে দূরে ভ্রমণ। আগুন থেকে সাবধান। ব্যবসার দিকে ভাল সময়। স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ বাড়তে পারে। ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার আশা রাখতে পারেন। পড়াশোনাতে মন বসবে। আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শত্রু ভয় থাকবে। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় অশান্তি বাড়তে পারে।
কুম্ভ
ব্যবসার দিক দিয়ে ভালো যেতে পারে। তবে পাওনা টাকা আদায় না হওয়ার যোগ। পুরনো মামলা নিয়ে আবার অশান্তি হতে পারে। বিবাহ বিবাদ বৃদ্ধি। নতুন কাজ না করাই ভালো হবে। কর্মস্থানে কিছু কারণে বাধা আসবে। দূরে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ। ব্যবসা-বাণিজ্য খুব ভালো খবর পাবেন। নতুন কোনও চাহিদা বাড়বে ব্যবসায়। রাস্তা-ঘাটে কোনও বিপদ থেকে সাবধান থাকুন । দৈহিক রোগের কারণে কর্মস্থানে কাজের ব্যাঘাত।
মীন
অর্থের দিক দিয়ে একটু সুরাহা হতে পরে। অধিক চঞ্চলতার জন্য ভাল সুযোগ হাত ছাড়া হতে পারে। বন্ধুর ব্যবহারে মানসিক কষ্ট। কর্ম পরিবর্তনের জন্য চিন্তা বাড়বে। বিবাহ জীবনে সন্তান নিয়ে বিবাদ বাঁধতে পারে। উচ্চ ব্যক্তির জন্য কোনও প্রকার ভয় বাড়তে পারে। প্রেমে বিবাদের পরিমাণ বাড়তে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। প্রিয় ব্যক্তির কাছ থেকে বড় আঘাত আসতে পারে। চাকুরীর স্থানে কোনও শুভ খবর আসতে পরে। হিংস্র পশু থেকে সাবধান। পিতা ও মাতার জন্য বড় বিপদ থেকে রক্ষা। নিজের অধিকার থেকে প্রতারিত হতে পারেন।
আপনার সাপ্তাহিক রাশিফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Oct 2017 06:39 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -