৩-ডিসেম্বর-২০১৭ থেকে ৯-ডিসেম্বর-২০১৭
মেষ
কাজে প্রথমে বাধা আসলেও পরে তা ঠিক হবে। প্রথম দিকে ভোগ বিলাসের ভিতর দিয়ে কাটবে ও খরচ বাড়বে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে। দূরে ভ্রমণ না করা ভালো হবে। ব্যবসাড় জন্য এই সপ্তাহ টি বেশ ভাল। চাকরিজীবীদের সুখবর আসবে। স্ত্রীয়ের জন্য মানসিক চাপ বৃদ্ধি। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা না করাই ভাল।
বৃষ
সপ্তাহের প্রথমে ব্যবসায় সাফল্য। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। কোন মূল্যবান দ্রব্য চুরির সম্ভাবনা। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। মধ্যভাগে ডাক্তারের খরচা বাড়বে। গুরুজনের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। প্রেমের জন্য শুভ সময়। সম্পত্তি ক্রয়ে শুভ যোগ রয়েছে। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন।
মিথুন
শরীর নিয়ে চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশুনার জন্য ভাল সুযগ আসতে পারে। প্রথম দিকে কোনও শত্রুর কারনে বাড়িতে অশান্তি বৃদ্ধি। প্রিয়জনের বাজে ব্যবহারের জন্য মন কষ্ট। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। মধ্যভাগে কোন ব্যবসাদারের সাথে অর্থ নিয়ে তর্ক। বাড়িতে কোনও অতিথি ব্যপারে খরচ বৃদ্ধি। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনির ব্যবস্থা। মনে কোনও কারনে ভয় ভাব আসতে পারে। কর্মে এই সপ্তাহে বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মিষ্টি ব্যবহারে শত্রু পক্ষের মন জয়।
কর্কট
শরীর খুব একটা ভাল যাবেনা।কোমরের ব্যাথায় কষ্ট পেতে পারেন। অর্থ উপার্জনে মানসিক চাপ বাড়বে। দাম্পত্য জীবনে অশান্তি। ভ্রমণে মনের আনন্দ বৃদ্ধি। দূর ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
সিংহ
পড়াশুনায় সমস্যা দেখা দেবে। মনের জোর রাখুন। সাফল্য আসবেই। বাবা মায়ের শরীর নিয়ে চিন্তা। প্রেমের ক্ষেত্রে শুভ দিন। সাংসারিক শান্তি বজায় থাকবে। সঙ্গীত চর্চায় ব্যুৎপত্তি।
কন্যা
সপ্তাহের প্রথমে কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। শরীরের জন্য খরচ বৃদ্ধি হবার যোগ। বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা , সম্পতি ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে ঝামেলা।
তুলা
সপ্তাহের প্রথম দিকে শরীরে খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার , সংসারে কোন কাজ মধ্যভাগে করে ফেলুন। কর্মস্থলে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করা ভাল। এসপ্তাহে কোনও প্রিয় ব্যক্তির কাছ থেকে আঘাত পেতে পারেন।
বৃশ্চিক
ব্যবসা দিক দিয়ে সপ্তাটি ভাল। শরীর ভাল থাকবে না। পড়াশুনায় ঠিক মনযোগ থাকবে না। সন্তানের জন্য ভালখবর আসতে পারে। পিতার সঙ্গে বিবাদ। দাম্পত্য জীবনে অশান্তি কেটে যাবে।
ধনু
এই সপ্তাহে শরীর নিয়ে তেমন বড়ো সমস্যা হবে না। পড়াশুনায় সাফল্য আসবে। ব্যবসার ক্ষেত্রে বাধা কেটে যাবে। প্রতিবেশীদের সঙ্গে অশান্তি। বাড়িতে অতিথি আগমন নিয়ে চাপ বাড়বে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি।
মকর
পরিবারে কোনও সমস্যা গুরুজনের সাহায্যে মিটে যেতে পারে। লটারি প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসার স্থানে অশান্তি। পড়ুয়াদের জন্য সময় ভাল নয়। বাড়ির কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা। দাম্পত্য জীবন ভাল কাটবে।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে খরচ বাড়বে। পিতা মাতার সঙ্গে অশান্তি। পিতার শরীর নিয়ে চিন্তা। ডাক্তারের খরচ বাড়বে। সন্তানের জন্য দিনটি শুভ নয়। দূর ভ্রমনের পরিকল্পনা। শিল্প কলায় ব্যুৎপত্তি।
মীন
পুরনো প্রেম ফিরে পাবেন। উচ্চশিক্ষায় বাধা। অপরের উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন। চাকুরীজীবীদের জন্য শুভ দিন। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহার করুন। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন।