কলকাতা: মহার্ঘভাতা নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করল রাজ্য সরকার।
গতবছর ২৭ জুলাই স্যাট নির্দেশ দিয়েছিল, ৬ মাসের মধ্যে মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। ৩ মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে কীভাবে মহার্ঘভাতা দেওয়া হবে তা জানাতে হবে রাজ্য সরকারকে।
রাজ্য সরকার তা না করায় স্যাট-এ আদালত অবমাননার মামলা দায়ের করে কনফেডারেশন অফ স্টেট গভার্নমেন্ট এমপ্লয়িজ ও অন্য কয়েকটি কর্মী সংগঠন।
স্যাটের রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। কিন্তু এবছর জুলাইয়ে সেই রিভিউ পিটিশন খারিজ করে দেয় স্যাট। বহাল রাখে আগের নির্দেশ।
আদালত অবমাননা মামলার প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর স্যাট জানায়, ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে মহার্ঘভাতা দিতে হবে।
এবার রাজ্য সরকার স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করল।