কলকাতা: বেলেঘাটা আইডি হাসপাতালে নোভেল করোনা আক্রান্তদের চিকিত্সকের দাবি, আপাতত ম্যালেরিয়া প্রতিষেধকের নির্যাস থেকে তৈরি ওষুধ ও অ্যান্টিবায়োটিক দিয়েই রোগ মোকাবিলার চেষ্টা। হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা স্থিতিশীল। একজনের জ্বর রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্তদের জন্য ৮০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে শুধুমাত্র আক্রান্তদেরই বেলেঘাটা আইডি-তে রাখার সিদ্ধান্ত। হাসপাতালের ইমার্জেন্সিতে কর্মরত আরেক চিকিত্সক জানিয়েছেন, করোনা আক্রান্তদের চিকিত্সার সঙ্গে যুক্ত চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে।



এসএসকেএম-এ চার করোনা-সন্দেহভাজনের নমুনা পরীক্ষার প্রাথমিক রিপোর্টে সংশয়। নিশ্চিত হতে ফের পরীক্ষার সিদ্ধান্ত। ততদিন পর্যন্ত চারজনকে হাসপাতাল থেকে না ছাড়ার সিদ্ধান্ত। এই চারজনের মধ্যে দু’জন মিশর ফেরত করোনা আক্রান্ত রোগীর স্ত্রী ও সন্তান। অন্য দু’জনও মিশর ফেরত। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। চারজনই বর্তমানে এম আর বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি।