সোশ্যাল মিডিয়ায় লাইভ করার সময় স্কুলের অধ্যক্ষকে কটূক্তি, তারপর কী করলেন তিনি দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2017 07:13 PM (IST)
কলকাতা: ফেসবুকের মতো অনেক সোশ্যাল মিডিয়াতেই এখন জুড়েছে লাইভ অপশন! টাটকা জিনিস সরাসরি পৌঁছে যাচ্ছে মোবাইলের স্ক্রিনে! বারাসতের একটি বেসরকরি স্কুলের অধ্যক্ষ শতদ্রু রায়ের দাবি, রবিবার তিনি রবীন্দ্র সদনে একটি সঙ্গীতানুষ্ঠানে হাজির ছিলেন। এক পরিচিত গান গাইছিলেন, সেইসময় অনুষ্ঠানের ফেসবুক লাইভ করছিলেন অধ্যক্ষ। অভিযোগ, ওই লাইভেই অধ্যক্ষকে উদ্দেশ্য করে এক ব্যক্তি বারবার অশালীন মন্তব্য করতে থাকেন। অধ্যক্ষের ব্যক্তিগত পোস্টগুলিতেও কুরুচিকর মন্তব্য করা হয়। রাতেই কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। ই মেল করেছেন সাইবার ক্রাইম থানাতেও।