কলকাতা: রাজ্য সরকারের স্ক্যানারে বেসরকারি ইংরেজিমাধ্যম স্কুল। আপসের কোনও প্রশ্ন নেই। কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্কুলে যৌন নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে মন্তব্য মুখ্যমন্ত্রীর। পরিকাঠামোগত সার্টিফিকেট চাইবে সরকার। জানালেন শিক্ষামন্ত্রী।
শহরের দু’টি বড় স্কুলে শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, যা ঘটেছে তা ঠিক নয়। টিচারদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রাইভেট স্কুলগুলিকে আরও দায়িত্ববান হতে হবে। টোটাল শিক্ষক সমাজ খারাপ নয়। যারা খারাপ, তাদের আইসোলেট করতে হবে। দুষ্টুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আপসের কোনও প্রশ্ন নেই। অন্যায়ের ক্ষমা নেই।
জিডি বিড়লা ও এমপি বিড়লাকাণ্ডের জেরে এবার বেসরকারি স্কুলের পরিকাঠামোর ওপর নজর রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বেসরকারি ইংরেজিমাধ্যম স্কুলগুলির থেকে পরিকাঠামোগত সার্টিফিকেট চাইবে রাজ্য সরকার। পার্থ চট্টোপাধ্যায় বলেন, পরিকাঠামো সার্টিফিকেট, ২-১টি প্রতিষ্ঠানের জন্য শিক্ষা কলঙ্কিত হচ্ছে।
চলতি বছরের মে মাসে বেসরকারি স্কুলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। লাগামছাড়া ফি এবং চড়া ডোনেশনের বিষয়ে নজরদারির জন্য সেল্ফ রেগুলেরটরি কমিশনও গড়ে দিয়েছেন তিনি। এবার রাজ্য সরকারের নজরে বেসরকারি স্কুলের পরিকাঠামো। সূত্রের খবর, সেল্ফ রেগুলেরটরি কমিশনের পরবর্তী বৈঠকে বেসরকারি ইংরেজিমাধ্যম স্কুলগুলির কাছে পরিকাঠামোর বিষয়ে জানতে চাইবে রাজ্য সরকার।
এদিকে, জি ডি বিড়লা ও এমপি বিড়ালাকাণ্ডের পর নার্সারি পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অভিভাবকদের কাছে একটি সার্কুলার পাঠিয়েছে লা মার্টিনিয়র ফর গার্লস কর্তৃপক্ষ। সূত্রের খবর, সার্কুলারে বলা হয়েছে-- নার্সারি পড়ুয়াদের কারপুলে করে স্কুলে নিয়ে আসা বা নিয়ে যাওয়া যাবে না। অভিভাবক বা বাড়ির কাউকে স্কুলে পৌঁছে দিয়ে যেতে হবে এবং তাঁদেরকেই স্কুল থেকে নিয়ে আসতে হবে। নতুন বছরের ১৬ জানুয়ারি থেকে লা মার্টিনিয়র ফর গার্লসে এই নিয়ম কার্যকর হচ্ছে। স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, নার্সারি পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত।
অন্যায় করলে ক্ষমা নয়, স্কুলে যৌন নির্যাতন প্রসঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Dec 2017 07:38 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -