দরজায় কড়া নাড়ছে শীত, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Nov 2017 09:03 AM (IST)
ফাইল চিত্র
কলকাতা: নামছে তাপমাত্রা। দরজায় কড়া নাড়ছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ তাপমাত্রা স্বাভাবিকের উপর থাকলেও উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমাঞ্চল, রাজ্যের সর্বত্রই পারদ ক্রমশই নামবে আগামী কয়েকদিনে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও নামবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।