কলকাতা:  বাতাসে শীতের আগমনবার্তা। সকালে-রাতে হিমেল আমেজ। নামছে পারদ। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নামার পূর্বাভাস। এ সপ্তাহের শেষে পারদ ১৭ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।