কলকাতা:  নতুন বছরের শুরুতেই শীতের সুখবর। অবশেষে নামল পারদ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ -- কাঁপছে সব জেলা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। আর এর জেরেই দ্রুত নামছে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম।
পাশাপাশি পারদ নেমেছে জেলাগুলিতেও। এদিন শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১০.২, জলপাইগুড়িতে ১০.৮ ডিগ্রি, আসানসোল ১১ ডিগ্রি সেলসিয়াস। দিঘার পারদ নেমেছিল ১২.৮ ডিগ্রিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তুরে হাওয়ার উপর ভর করে আগামী কয়েকদিন আরও নামবে পারদ। রাজ্য যখম শীতের কামড়, উত্তর ও মধ্য ভারতে তখন ঘন কুয়াশার দাপট।