কলকাতা: আর কয়েকদিনের মধ্যে এসে পড়ছে শীত। নামবে তাপমাত্রা। রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া। জানাল আলিপুর আবহাওয়া দফতর।

তবে হাওয়া অফিস জানিয়েছে, শীত পাকাপাকিভাবে এখনই পড়ছে না। সে আসতে আসতে গড়িয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ।

যদিও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে। কলকাতায় আজ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আকাশ পরিষ্কার হওয়ায় আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও নামবে।