কলকাতা: সামনের দরজা খোলা, সেই অবস্থাতেই মহিলাকে নিয়ে ছুটছে গাড়ি!মহিলাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির পিছু ধাওয়া করছে দুই স্কুলছাত্র!
রুপোলি পর্দার কোনও চিত্রনাট্য নয়, বর্ষবরণের রাতে ভয়াবহ ঘটনার সাক্ষী গড়ফা।
রবিবার রাতে বর্ষবরণের পার্টি শেষে ইএম বাইপাস ধরে গাড়ি নিয়ে ফিরছিলেন দম্পতি। কালিকাপুরের কাছে অন্য একটি গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে।
মহিলার অভিযোগ, এরপর তাঁর ওপর চড়াও হন অন্য গাড়ির চালক। মহিলাকে মারধর করে, গাড়িতে তোলা হয় বলে অভিযোগ।
অভিযোগকারিণীর দাবি, তাঁকে গাড়িতে তুলে, দরজা খোলা অবস্থাতেই গাড়ি চালাতে শুরু করেন চালক। মহিলার চিত্কারে এলাকায় লোকজন জড়ো হয়ে যায়। সে সময় সেখানেই ছিল দ্বাদশ শ্রেণির দুই পড়ুয়া। মহিলাকে বাঁচাতে বাইক নিয়ে গাড়ির পিছু ধাওয়া করে তারা।
কিছু দূর যাওয়ার পর গাড়িটিকে ধরে ফেলে বাইক আরোহী দুই স্কুলছাত্র। উদ্ধার করা হয় মহিলাকে।
গড়ফা থানায় শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন মহিলা। যদিও এখনও অধরা অভিযুক্ত।
বাইপাসে গাড়িতে তুলে ‘শ্লীলতাহানি’, বাইক নিয়ে ধাওয়া করে মহিলাকে উদ্ধার দুই কলেজ ছাত্রর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jan 2018 09:16 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -