দুই বাসের রেষারেষিতে দুর্ঘটনা, খান্না মোড়ে নিহত মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jan 2018 11:02 AM (IST)
কলকাতা: দুটি বাসের রেষারেষি ফের প্রাণ কাড়ল কলকাতায়।বেপরোয়া গতির জেরে বাসের ধাক্কায় মৃত্যু মহিলার। মানিকতলার কাছে খান্না মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, ৩ডি/১ ও ২০২ রুটের দুটি বাসের রেষারেষির ফলেই এই দুর্ঘটনা।খান্না মোড়ের কাছে বেপরোয়াভাবে গতিতে একটি বাস অন্যটিকে ওভারটেকের চেষ্টা করে। সেই সময় রাস্তা পেরোতে থাকা এক মহিলা বাসের ধাক্কায় ছিটকে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে মৃত্যু হয় গুরুতর জখম ওই মহিলার ।