কলকাতা: বিয়ে ঠিক হওয়ার পর গেস্টহাউসে প্রথম শারীরিক মিলনের সময় বিপত্তি। অতিরিক্ত রক্তক্ষরণে হাওড়ার তরুণীর মৃত্যু দক্ষিণ কলকাতায়।
ঘটনার সূত্রপাত রবিবার দুপুর ১টা নাগাদ চেতলার আলিপুর গেস্টহাউসে। পুলিশ সূত্রে খবর, হাওড়ার শিবপুরের বাসিন্দা বছর ২২-এর এক তরুণের সঙ্গে গেস্টহাউসে আসেন এক তরুণী। দোতলার একটি ঘর তাঁদের নামে আগে থেকেই বুক করা ছিল। গেস্টহাউসের কর্মীদের দাবি, দুপুর সোয়া ২টো নাগাদ ওই তরুণ নীচে এসে জানান, তরুণী অসুস্থ হয়ে পড়েছেন। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। গেস্টহাউসের মহিলা কর্মীদের সহযোগিতায় তরুণীকে নিয়ে হাসপাতালে যান তরুণ।
পুলিশ সূত্রে খবর, প্রথমে বি পি পোদ্দার হাসপাতালে যান তরুণ। সেখান থেকে পাঠানো হয় এম আর বাঙ্গুরে। কিন্তু সেখানে চিকিৎসকরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। শিবপুরের বাসিন্দা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বউবাজার থানা এলাকার একটি বেসরকারি কলেজে পড়েন তিনি। লিলুয়ার বাসিন্দা তরুণী তাঁর সহপাঠি ছিলেন। বছর তিনেক ধরে তাঁদের সম্পর্ক। সম্প্রতি তাঁদের বিয়ে ঠিক হয়। দু’জনে পরিকল্পনা করেন বিয়ের আগে তাঁরা একবার শারীরিক সম্পক্ত করবেন। সেই অনুযায়ী শনিবার অনলাইনে, ৪০ নম্বর রাজা সন্তোষ রোডের ওই গেস্ট হাউসের ঘর বুক করেন তাঁরা।
প্রথমবার শারীরিক মিলনের সময় রক্তাক্ত হন তরুণী। পরে মৃত্যু। পুলিশের দাবি, চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে তরুণীর।
সোমবার হবে মৃতদেহের ময়নাতদন্ত।