কলকাতা: বিউটি পার্লারে কাজ শেখানোর নাম করে ডেকে পূর্ব যাদবপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার ২।
পুলিশ সূত্রে খবর, গত বছর নভেম্বর মাস নাগাদ মুকুন্দপুরের একট বিউটি পার্লারে কোর্স করতে ঢোকেন অভিযোগকারী তরুণী। কিন্তু, মাঝপথে ছেড়ে দেন। সম্প্রতি তাঁকে বলা হয়, কোর্স শেষ করলেই কাজ মিলবে। সেই মতো সোমবার তিনি ওই বিউটি পার্লারে যান। অভিযোগ, তিনি যাওয়ার পরই হেয়ার ড্রেসার রাজকুমার মণ্ডল পার্লারের মধ্যে মদ্যপান শুরু করে।
তরুণীকেও জোর করে খাইয়ে দেয়। বেহুঁশ হয়ে পড়লে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, গেট বন্ধ করে তখন বাইরে দাঁড়িয়ে ছিল অমল মণ্ডল নামে বিউট পার্লারের কেয়ারটেকার।
মুখ বন্ধ রাখার জন্য নগ্ন ছবি তুলে তরুণীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু, তাতে তিনি দমেননি। অভিযুক্ত রাজকুমার মণ্ডল এবং অমল মণ্ডল, ২ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
যাদবপুরে বিউটি পার্লারে কাজ শেখানোর নাম করে ডেকে তরুণীকে গণধর্ষণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2017 02:15 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -