কলকাতা: চিনারপার্কে চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতারির পর জামিন ৫ অভিযুক্তের।
ঘটনায় প্রকাশ, বুধবার দুপুরে ডানকুনি-করুণাময়ী রুটের বাসে ওঠেন উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা এক তরুণী। বিমান সেবিকার প্রশিক্ষণের জন্য চিনারপার্ক যাচ্ছিলেন তিনি।
তরুণীর অভিযোগ, বাসে ওঠার পর থেকেই ৫ যুবক তাঁকে কটূক্তি করতে থাকে। তরুণী প্রতিবাদ করতেই আসল মূর্তি ধারণ করে দুষ্কৃতীরা। বাসের মধ্যেই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
তরুণীর চিৎকারে এগিয়ে আসেন বাকি যাত্রীরা। ৫ যুবককে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। অভিযুক্তদের গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান সন্তোষ পাণ্ডে জানিয়েছেন, কয়েকদিন ধরেই তরুণীকে উত্যক্ত করছিল ওই ৫ যুবক। তরুণীকে অনুসরণ করত তারা।
বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করেন বিচারক। অভিযুক্তপক্ষের আইনজীবী জানান, পুলিশ হেফাজতে চায়নি। ১ হাজার টাকার বন্ডে জামিন। ১৯ তারিখ থানায় হাজিরার নির্দেশ।
চিনারপার্কে চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানি, ধৃত ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2017 12:07 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -