কলকাতা: সামনেই অভিজাত আবাসন!পাশের জঙ্গলের মধ্যে পড়ে মহিলার মৃতদেহ! বৃহস্পতিবার সকালে এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন রাজারহাট রোডের বাসিন্দারা! সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার বয়স আনুমানিক চল্লিশ বছর।ঠোঁট, গলা, পেট ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।মৃতদেহ উদ্ধারের সময় পোশাক অবিন্যস্ত ছিল।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাইরে খুন করে রাজারহাটে দেহ ফেলে গিয়েছে দুষ্কৃতীরা।
কিন্তু কীভাবে খুন? নেপথ্যে কারা? এসব প্রশ্নের উত্তর স্পষ্ট নয় পুলিশের কাছে। বিধাননগর মহকুমা হাসপাতালে দেহের ময়না তদন্ত হয়েছে। পরিচয় জানার জন্য মৃত মহিলার ছবি পাঠানো হয়েছে লাগোয়া সব থানায়।
রাজারহাটে অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2017 06:55 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -