কলকাতা: মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পরিবর্ধিত কোর কমিটির বৈঠকে এ ব্যাপারে কেন্দ্রের সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি ওই নির্দেশ মানবেন না।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, এদিনের কর্মীসভায় তীব্র ক্ষোভের সুরে তিনি বলেন, কেন্দ্র মানুষের অধিকার, গোপনীয়তায় হস্তক্ষেপ করছে। মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর যুক্ত করা উচিত নয়। আমার ফোনের সংযোগ কেটে দেওয়া হলেও আমার আধার নম্বর মোবাইলের সঙ্গে যুক্ত করব না আমি।

কেন্দ্রের সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। মমতার দাবি, কেন্দ্র দেশে স্বেচ্ছাচারের শাসন চালাচ্ছে। ওদের বিরুদ্ধে মুখ খুললেই ইডি, আয়কর, সিবিআই লাগিয়ে দেওয়া হবে।

তাঁর দল দিল্লির ক্ষমতা চায় না, তবে 'বিজেপিকে কেন্দ্রে ক্ষমতাচ্যুত করতে' তাঁর দলকে 'ভূমিকা পালন করতে হবে' বলে জানান মমতা।

দলের সব নেতাকে জেলে ঢোকানো হলেও তৃণমূল প্রতিবাদ করে যাবে বলে জানিয়ে দেন তৃণমূল নেত্রী। বলেন, আমরা কাপুরুষ নই।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ বিজ্ঞপ্তি জারি করে মোবাইল ফোনের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রক। মমতার ভাষণে নোট বাতিল প্রসঙ্গও ছিল। নোট বাতিলের পদক্ষেপ 'এক বড় কেলেঙ্কারি' বলে মন্তব্য করে মমতা বলেন, এর তদন্ত হওয়া উচিত। মনমোহন সিংহ, যশবন্ত সিনহা, প্রত্যেকেই বিমুদ্রাকরণের সমালোচনা করেছেন। ওঁরা সবাই কি ভুল বলছেন?

৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার বর্ষপূর্তির দিনটি তাঁরা 'কালা দিবস' পালন করবেন বলেও জানান মমতা।