কলকাতা:  ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই। গঙ্গার নীচে সুড়ঙ্গ খোঁড়ার কাজ দেখতে এসে আজ হাওড়ায় একথা বলেন কেন্দ্রীয় ভারী শিল্পপ্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

মন্ত্রী জানান, বেশ কয়েকবার যাত্রাপথের বদল এবং বিভিন্ন কারণে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় বরাদ্দের তুলনায় খরচ ইতিমধ্যে অনেক বেড়ে গিয়েছে। তাই খরচ যাতে আর না বাড়ে সেবিষয়ে সতর্ক থাকা দরকার। বাবুল জানিয়েছেন, সেই কারণেই নির্দিষ্ট সময়ের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করার দিকেই এগোচ্ছে রেলমন্ত্রক। আজ নীচে নেমে টানেল বোরিং মেশিনের মাধ্যমে গঙ্গায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ পরিদর্শন করেন বাবুল সুপ্রিয়।