কলকাতা: ডোকলাম নিয়ে বিবাদ পিছনে ফেলে রেখে ভারত ও চিন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য কাজ করছে। এমনই দাবি করলেন চিনের কনসাল জেনারেল মা ঝ্যানউ। তিনি আরও বলেছেন, দু’দেশ একসঙ্গে কাজ করলে বোঝাপড়া ও সহযোগিতা বাড়বে।
কলকাতায় একটি অনুষ্ঠানে ভারত-চিন সম্পর্ক নিয়ে এই মন্তব্য করেছেন চিনের কনসাল জেনারেল। তাঁর বক্তব্য, ‘ভারত ও চিন একসঙ্গে কাজ করছে। ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। দু’দেশ যতক্ষণ একসঙ্গে কাজ করবে, আমরা সহযোগিতা ও আদান-প্রদান বাড়াতে পারব।’
সিকিম সীমান্তের ডোকলামে গত ১৬ জুন চিনের সেনাবাহিনীর রাস্তা তৈরির কাজে বাধা দেয় ভারতের সেনাবাহিনী। এই ঘটনার জেরে সীমান্তে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে ওঠে। এমনকী, যুদ্ধের সম্ভাবনাও দেখা দেয়। শেষপর্যন্ত ২৮ অগাস্ট বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঘোষণা করেন, ভারত ও চিন ডোকলাম সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে। এরপর ৫ সেপ্টেম্বর নবম ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে জিনপিংয়ের বৈঠক হয়। দু’দেশই স্পষ্ট করে দিয়েছে, সীমান্ত বিরোধ অতীত। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করাই লক্ষ্য। চিনা কনসাল জেনারেলের কথায় সেটাই বোঝা গেল।
ডোকলাম বিতর্ক অতীত, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির লক্ষ্যে চিন, বললেন কনসাল জেনারেল
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2017 06:35 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -