কলকাতায় একটি অনুষ্ঠানে ভারত-চিন সম্পর্ক নিয়ে এই মন্তব্য করেছেন চিনের কনসাল জেনারেল। তাঁর বক্তব্য, ‘ভারত ও চিন একসঙ্গে কাজ করছে। ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। দু’দেশ যতক্ষণ একসঙ্গে কাজ করবে, আমরা সহযোগিতা ও আদান-প্রদান বাড়াতে পারব।’
সিকিম সীমান্তের ডোকলামে গত ১৬ জুন চিনের সেনাবাহিনীর রাস্তা তৈরির কাজে বাধা দেয় ভারতের সেনাবাহিনী। এই ঘটনার জেরে সীমান্তে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে ওঠে। এমনকী, যুদ্ধের সম্ভাবনাও দেখা দেয়। শেষপর্যন্ত ২৮ অগাস্ট বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঘোষণা করেন, ভারত ও চিন ডোকলাম সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে। এরপর ৫ সেপ্টেম্বর নবম ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে জিনপিংয়ের বৈঠক হয়। দু’দেশই স্পষ্ট করে দিয়েছে, সীমান্ত বিরোধ অতীত। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করাই লক্ষ্য। চিনা কনসাল জেনারেলের কথায় সেটাই বোঝা গেল।