এন্টালিতে বাড়ির উপর বেআইনি নির্মাণে রাজি না হওয়ায় যুবককে মার, অভিযুক্ত প্রোমোটার, গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2017 09:04 AM (IST)
কলকাতা: এন্টালিতে বাড়ির উপর বেআইনি নির্মাণে রাজি না হওয়ায় যুবককে মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে। গ্রেফতার ২। অভিযোগ, এন্টালির ছাতুবাবু লেনের বাড়ির উপরতলায় নির্মাণ কাজের প্রস্তাব দেন মহম্মদ জাভেদ নামে স্থানীয় এক প্রোমোটার। সেই প্রস্তাবে রাজি হননি বাড়ির বাসিন্দারা। এরপর শুক্রবার সন্ধেয় ওই বাড়ির এক যুবকের ওপর চড়াও হয় ২০-২৫ জনের দুষ্কৃতী দল। যুবককে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তরা তৃণমূলের বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।