শিশুর নরম ত্বকের কথা মাথায় রেখে, গত ১২৫ বছর ধরে কঠোর নিয়মানুবর্তিতা মেনে জনসন বেবি কেয়ার প্রোডাক্ট তৈরি করে আসছে। আজও সবরকমের সুরক্ষার মানদণ্ড মেনেই প্রস্তুত হয় জনসন’স বেবি কেয়ার প্রোডাক্ট।
সব জনসন বেবি কেয়ার প্রোডাক্ট নিখুঁতভাবে গবেষণাগারে পরীক্ষিত ও সব পরীক্ষায় উত্তীর্ণ
আপনার বাচ্চার ত্বকের যত্নের ব্যাপারে কোনওকিছুই অবহেলা করবেন না। ক্ষতিকর বেবি কেয়ার প্রোডাক্ট ব্যবহার এড়িয়ে চলুন। বেছে নিন, ১০০ শতাংশ সুরক্ষিত প্রোডাক্ট, কারণ আপনার সন্তান আপনার কাছে সবথেকে দামি। এই ব্যাপারে, ওয়ার্ল্ডস বেবি কেয়ার সায়েন্স ও প্রত্যেক মা-ই জনসনের প্রোডাক্টের উপর ভরসা রাখেন। জনসন বেবি কেয়ার প্রোডাক্ট নিখুঁতভাবে গবেষণাগারে পরীক্ষিত ও সব পরীক্ষায় উত্তীর্ণ, তাই আপনার সন্তানকে প্রথমদিন থেকে দিন ১০০ শতাংশ সুরক্ষা।
বেবি কেয়ার প্রোডাক্টে ক্ষতিকর রাসায়নিক নেই
আপনার শিশুর কোমল ত্বকের ব্যাপারে জনসন খুব সতর্ক। তাই কোনও জনসন বেবি কেয়ার প্রোডাক্টে ক্ষতিকর রাসায়নিক মেশানো হয় না। প্যারাবেন, ফরমালডিহাইড, অ্যাসবেসটস বা সালফেটের মতো ক্ষতিকর প্রোডাক্ট এতে থাকে না। যেমন ধরুন, জনসন বেবি শ্যাম্পু এনএমটি ফর্মুলায়
তৈরি। অর্থাৎ এমন ভাবে এটি তৈরি যাতে শিশুর চোখ জ্বলে না। এমনকী সাবানের ফেনা চোখে ঢুকে গেলেও জ্বালা করে না।
শুধুমাত্র সুরক্ষিত উপকরণই প্রোডাক্ট তৈরিতে ব্যবহার করা হয়
জনসনের বেবি কেয়ার প্রোডাক্ট তৈরিতে ব্যবহৃত প্রতিটি উপকরণ এমনভাবে বেছে নেওয়া হয়, যা ১০০ শতাংশ সুরক্ষিত। প্রতিটি উপকরণকে ১২ মাসের জন্য কোয়ালিটি কন্ট্রোল টেস্টে পাশ করতে হয়। তাছাড়া জনসন বেবি পাউডার ভারত সরকারের ল্যাবরেটরি টেস্টিং কমিশন দ্বারা স্বীকৃত।
সব মানদণ্ড মেনে গবেষণাগারের পরীক্ষায় উত্তীর্ণ জনসন বেবি কেয়ার প্রোডাক্ট কোমল ও নমনীয়
সব জনসন বেবি কেয়ার প্রোডাক্ট অত্যন্ত কমনীয়। প্রস্তুতির প্রতিটি স্তরেই এগুলির গুণমান গবেষণাগারে পরীক্ষিত ও উত্তীর্ণ। এই পরীক্ষায় পাশ করতে গেলে ৪টি কঠিন পরীক্ষায় পাশ করতে হয়। প্রমাণ দিতে হয়, এই প্রোডাক্টগুলি ব্যবহারে ত্বকে জ্বলুনি হবে না, এলার্জি হবে না, রোদে প্রতিক্রিয়া হবে না। বিভিন্ন পরীক্ষার পর প্রমাণিত হয়েছে, এগুলিতে কোনও ক্ষতিকর রাসায়নিক নেই। তারপর মিলেছে ভারতের বিভিন্ন গবেষণাগারের স্বীকৃতি। জনসনের প্রতিটি প্রোডাক্টে সঠিক
পিএইচ ব্যালেন্স রাখা হয়, যা আপনার সন্তানের ত্বকের পক্ষে ভাল। তাছাড়া কোনও প্রোডাক্ট ব্যবহার করে যাতে মুখের ভিতরেও অ্যালার্জি না হয়, সে বিষয়টিও নিশ্চিত করে জনসন।
বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার মানদণ্ড মেনে চলাটা জনসন বেবি কেয়ার প্রোডাক্টের জন্য আবশ্যিক
বাচ্চার জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট বাছার সময়, আমরা আপনাকে অনুরোধ করব, সেই প্রোডাক্টগুলিই বেছে নিন যেগুলি বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার মানদণ্ডগুলি মেনে চলে। সব জনসন বেবি কেয়ার প্রোডাক্ট স্থানীয় ও আন্তর্জাতিক ১৫টি মানদণ্ডে উত্তীর্ণ। তাছাড়াও ইউএস ও ইইউ-এর পাঁচ স্তরীয় সুরক্ষা মানদণ্ড পরীক্ষায় সফল। এই পরীক্ষাগুলি সাড়ে ৫ লাখ মানুষের উপর করা হয়।
এতগুলি পরীক্ষায় সাফল্য পেলে তবেই জনসন বেবি কেয়ার প্রোডাক্টগুলি আপনার শিশুর ত্বকের জন্য সুরক্ষিত হিসেবে স্বীকৃতি পাবে।
প্রথমদিন থেকেই আপনার সন্তানকে দিন ১০০ শতাংশ কোমল যত্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2019 06:15 PM (IST)
শিশুর নরম ত্বকের কথা মাথায় রেখে, গত ১২৫ বছর ধরে কঠোর নিয়মানুবর্তিতা মেনে জনসন বেবি কেয়ার প্রোডাক্ট তৈরি করে আসছে। আজও সবরকমের সুরক্ষার মানদণ্ড মেনেই প্রস্তুত হয় জনসন’স বেবি কেয়ার প্রোডাক্ট।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -