কলকাতা: ভারতীয় জাতীয় দলের এক ক্রিকেটারের স্ত্রীকে ফোনে অশ্রাব্য গালিগালাজ, হুমকি ও তোলা চাওয়ার অভিযোগ। গ্রেফতার ক্রিকেটারের স্ত্রীর পরিচারকের ছেলে। যাদবপুর থানায় ওই ক্রিকেটারের স্ত্রী গত ২২ নভেম্বর অভিযোগ দায়ের করেন।
তাঁর অভিযোগ, সেপ্টেম্বর মাস থেকে পরিচারিকার ছেলে তাঁকে ফোনে অশ্রাব্য গালিগালাজ করত, হুমকি দিত, টাকা চাইত। এমনকী টাকা না দেওয়া হলে ওই মহিলার ছবি ও ফোন নম্বর অশ্লীল সাইটে দিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
পরিচারিকাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার পর থেকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হুমকি ফোন আসতে থাকে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ওই পরিচারিকার ছেলে ২৫ বছরের দেবরাজ সরকারকে শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেশন রোডে।