কলকাতা: এবার স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল শেখ আলি রামিজ নামে এক যুবকের। আজ বিকেলে এই ঘটনা ঘটেছে বেহালার পর্ণশ্রী ঝিলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটবল খেলার পর রোজ বিকেলে বছর ২৪-এর ওই যুবক ঝিলে স্নান করতেন। সাঁতার না জানায় কাজিপাড়ার বাসিন্দা ওই যুবক সাঁতার কাটতেন হাওয়া ভরা টিউব নিয়ে। ঝিলের মাঝখানে গিয়ে টিউবটি হাত ফস্কে গেলে ডুবে যান আলি। খবর পেয়ে ছুটে আসে পর্ণশ্রী থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।
উদ্ধার হয় ডুবে যাওয়া যুবকের দেহ। গত ৩১ মে হেদুয়া পার্কে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সঙ্গীতা দাসের। সেই ঘটনার পর এবার বেহালায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক যুবকের।
এবার বেহালার পর্ণশ্রী ঝিলে ডুবে মৃত্যু যুবকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2016 02:43 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -