কলকাতা: বাঁচতে গিয়ে মৃত্যু! মর্মান্তিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ঠাকুরপুকুরে।
মঙ্গলবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর মাঝের পাড়ার এই আবাসনে। পুলিশ সূত্রে খবর, আবাসনের বাসিন্দা তাপস ঘোষালের ফ্ল্যাটে বিকেলে এসি লাগাতে আসেন দক্ষিণ ২৪ পরগনার রসকুণ্ডু চড়কতলার বাসিন্দা গৌরব পুরকায়স্থ ও তরুণ পুরকায়স্থ।
তরুণদের দাবি, কাজ করতে করতে রাত হয়ে যাওয়ায় বাকি কাজ পরের দিন করবেন বলে জানান তাঁরা। কিন্তু আপত্তি করেন ফ্ল্যাটের মালিক। অনিচ্ছা সত্বেও কাজ করতে থাকেন দুই কর্মী। রাত ১০টা নাগাদ ২টি কুকুর নিয়ে ছাদে আসেন আবাসনেরই বাসিন্দা সুমিত ভট্টাচার্য।
হঠাত্‍ তরুণ ও গৌরবের দিকে তেড়ে যায় কুকুর দু’টি। কামড় থেকে বাঁচতে পাঁচিলের একেবারে ধারে চলে যান গৌরব। কিন্তু টাল সামলাতে না পেরে পাঁচতলা থেকে নীচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিদ্যানগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র গৌরব পুরকায়স্থর।
ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ঠাকুরপুকুর থানায়। গ্রেফতার করা হয়েছে কুকুরের মালিক সুমিত ভট্টাচার্য ও ফ্ল্যাটমালিক তাপস ঘোষালকে। জোর করে কাজ করানো ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগে  দায়ের হয়েছে মামলা।