কলকাতা: সুপারি কিলার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ে খুনের হুমকি! একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরেই এখন চিন্তার ভাঁজ পুলিশকর্তাদের কপালে! মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে মুর্শিদাবাদের পলিটেকনিক ছাত্রের কাছে হোয়াটস অ্যাপে মেসেজ আসে। বছর একুশের ওই যুবক বহরমপুরের একটি বেসরকারি পলিটেকনিক কলেজের পড়ুয়া। পুলিশ সূত্রে দাবি, ১৬ অক্টোবর দুপুর থেকে রাত পর্যন্ত, একটি অপরিচিত নম্বর থেকে দফায় দফায় তাঁকে হোয়াটস অ্যাপে মেসেজ পাঠানো হয়! সেই মেসেজেরই এক জায়গায় মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়েছে! সেখানে বলা হয়, উই জাস্ট ওয়ান্ট টু কিল, ওয়ান পারসন। আবার বলা হয়, উই হ্যাভ এ কনট্র্যাক্ট টু কিল দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। যে নম্বর থেকে মেসেজ পাঠানো হয়েছে, তারা নিজেদের সন্ত্রাসবাদী বলেও দাবি করেছে! পুলিশ সূত্রে খবর, ছাত্র দাবি করেছেন, তিনি প্রথম টেক্সটি পান ১৬ তারিখ দুপুর সাড়ে তিনটেয়। শেষ মেসেজটি ঢোকে ওই দিন রাত ৮.৫০ মিনিটে। মঙ্গলবার ছাত্রের এক আত্মীয় বিষয়টি সিআইডিকে জানান। এরপরই বার্তা যায় মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছে। ছাত্রকে অফিসে ডেকে কথা বলেন এসপি-সহ অন্য আধিকারিকরা। বুধবার তাঁর কাছ থেকে নথি সংগ্রহ করা হয়। যদিও গোটা ঘটনা নিয়ে সবিস্তারে কিছু জানাতে চাননি এই যুবক। তিনি বলেন, আমার ভয় লাগছে, এত বড় ঘটনা। আমি এ বিষয়ে মুখ খুলব না। পুলিশ তদন্ত করছে। কিন্তু কে বা কারা, কোথা থেকে পাঠাল এই হোয়াটস অ্যাপ মেসেজ? তা কি ট্র্যাক করা সম্ভব? যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে, তা ফ্লোরিডার নম্বর। সাইবার বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, ফ্লোরিডায় বসে করতে হবে তার কোনও মানে নেই। এ দেশে বসেও করতে পারে। ধরা সম্ভব। হোয়াটস অ্যাপের সাহায্য পেলে। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে পুলিশ।
মুখ্যমন্ত্রীকে ‘খুনের হুমকি’ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পড়ুয়াকে, তদন্ত শুরু পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2017 10:38 PM (IST)