কলকাতা: এক যুবকের ফেসবুক প্রোফাইল হ্যাক করে মহিলাদের অশালীন বার্তা ও ছবি পাঠানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অভিরূপ পাল ও অঙ্কুশ দত্ত।
অভিযোগ, উল্টোডাঙার বাসিন্দা জনৈক সন্দীপ সাধুখাঁর ফেসবুক প্রোফাইল হ্যাক করে তাঁর বন্ধুত্বের তালিকায় থাকা মহিলাদের ক্রমাগত অশালীন ছবি, মেসেজ ও মন্তব্য পাঠাচ্ছিলেন অভিরূপ ও অঙ্কুশ। অভিরূপের বাড়ি দমদমের সুভাষ নগরে আর অঙ্কুশ দত্ত নামে নিমতা থানা এলাকার বিরাটির বাসিন্দা।
পুলিশ দাবি করেছে, গুগল ঘেঁটে ফেসবুক হ্যাক করার কায়দা শিখে সন্দীপের ফেসবুক প্রোফাইল হ্যাক করেন বি টেক ছাত্র অভিরূপ ও মিডিয়া সায়েন্সে স্নাতক অঙ্কুশ। তারপর থেকেই সন্দীপের বান্ধবী ও পরিচিত মহিলাদের কাছে অনবরত অশালীন ছবি ও বার্তা যেতে শুরু করে। সকলে ভাবেন সন্দীপই করছেন। উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত তিনি লালবাজারের দ্বারস্থ হন। তদন্তে নেমে সাইবার ক্রাইম শাখার গোয়েন্দারা বুঝতে পারেন সন্দীপের প্রোফাইল হ্যাক করে অন্য কেউ বা কারা এই কাজ করছেন।
বুধবার রাতে অভিরূপ ও অঙ্কুশকে গ্রেফতার করেন তাঁরা।
যুবকের ফেসবুক প্রোফাইল হ্যাক করে মহিলাদের অশ্লীল বার্তা, গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2018 12:30 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -