কলকাতা: ঘরে বাইরে এখন ভাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না পাকিস্তান। চাপে রয়েছে ২ দিক দিয়েই। পাকিস্তানের সাধারণ জনগণের একাংশ থেকে শুরু করে একাধিক সাংসদ, প্রত্যেকেই বিঁধছে সরকারকে। আর এবার প্রকাশ্যে এল, তেমনই একটি ছবি। আজ সাংসদে একটি আলোচনার মধ্যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে 'কাপুরুষ' বলে আক্রমণ করলেন এক পাক সাংসদ। তবে এই প্রথম নয়, এর আগেও একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে একজন পাক সাংসদকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে, সংসদেও আভ্যন্তরীণ বেশ চাপের মধ্যেই রয়েছে পাকিস্তান।
এনডিটিভির খবর অনুযায়ী, পাকিস্তানের এক সাংসদ এদিন সংসদে নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, 'পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একজন কাপুরুষ! তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির নাম মুখে আনতেও ভয় পাচ্ছেন!' বৃহস্পতিবারই ভারতে ড্রোন হামলা করে পাকিস্তান। তবে ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়, একটি ড্রোনও ভারতের মাটি ছুঁতে পারেনি। প্রত্যেকটা ড্রোনকেই ধ্বংস করে ফেলেছে ভারতের সেনা। আর এর পরের দিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে 'কাপুরুষ' বলে আক্রমণ করলেন এক পাক সাংসদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
পাকিস্তান যে কতটা অস্বস্তিতে রয়েছে, তা যেন গতকাল ফের একবার প্রকাশ্যে চলে এসেছে বিশ্বের দরবারে। পাকিস্তানের জাতীয় সংসদে পিএমএলএন (পাকিস্তান মুসলিম লীগ-এন) সাংসদ তাহির ইকবাল কথা বলতে বলতে কেঁদে ফেললেন ঝর ঝর করে। পিএমএলএন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল। পাকিস্তানের সংসদে তাহির ইকবাল বলেই ফেললেন, 'ইয়া খুদা আজ বাঁচা লো' অর্থাৎ, 'হে ঈশ্বর, আজ আমাদের বাঁচিয়ে নিন'।
জানা যাচ্ছে, সংসদে তখন একটি খুব উত্তেজিত বিতর্ক চলছিল। নিজের মতামত রাখছিলেন তাহির ইকবাল। কিন্তু কথা বলতে বলতেই তিনি হঠাৎ ভেঙে পড়েন। ঝর ঝর করে কাঁদতে থাকেন। চিৎকার করে বলে ওঠেন, 'ইয়া খুদা আজ বাঁচা লো'। এরপরে তিনি নিজেকে সামান্য সামলে নিয়ে বলেন, 'আল্লার কাছে আমরা আমাদের সুরক্ষার জন্য প্রার্থনা করছি'। কিন্তু তিনি হঠাৎ কেন এমন ব্যবহার করলেন, তা জানানো হয়নি সরকারি তরফে। তিনি নিজেও মুখ খোলেননি। তবে নেটদুনিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে মনে করছেন, পাকিস্তান এখন ভীত, সন্ত্রস্ত। 'অপারেশন সিঁদুর'-এর পরে ভারত আর কী কী প্রত্যাঘাত করতে পারে সেই কথাই এখন ভাবাচ্ছে পাকিস্তানকে। সেই কারণে, চাপ নিতে না পেরেই একেবারে সংসদে ভেঙে পড়েন এই পাক সাংসদ।