নয়া দিল্লি: আর জি করে চিকিৎসক মৃত্যুর পর থেকেই হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে দেশজুড়েই প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন রয়েছে সেই মামলা। এরই মধ্যে ফের হাসপাতালে আক্রান্ত হলেন এক চিকিৎসক। বুধবার ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে। সারা দেহে ছুরির আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই ডাক্তার।                       

  


চেন্নাইয়ের ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিযুক্ত যুবকের মা। কলাইনগর সেন্টেনারি হাসপাতালের চিকিৎসক ডাঃ বালাজিকে ৭ বার ছুরি নিয়ে আঘাত করে ওই যুবক। জানা গিয়েছে তিনিও ওই হাসপাতালের পেশেন্ট অ্যাটেন্ডার। যদিও এই ঘটনার পরই তিনি পালানোর চেষ্টা করেন। তবে পুলিশের জালে ধরা পড়ে সে। 


কেন এই কাজ করেছেন তিনি? 


হাসপাতাল সূত্রে খবর, ওই হাসপাতালে কর্মরত ওই যুবক রোগীদের দেখভাল করতেন। সেখানেই ক্যান্সার আক্রান্ত মা-কে ভর্তি করেন ওই যুবক। কিন্তু চিকিৎসা চলাকালীনই ওই যুবকের অভিযোগ ছিল তার মা-কে ভুল ওষুধ দিচ্ছেন ডাক্তার বালাজি। এরপরই তিনি ছুরি দিয়ে আঘাত করতে যান। একবার নন, ৭ বার আঘাত করেন চিকিৎসককে। হাসপাতালে আউটডোর চলাকালীনই এই কাজ করেন তিনি বলে জানা যায়।                                                  


আরও পড়ুন, 'চরণামৃত ভেবে' এসির নোংরা জল পান করছেন ভক্তরা! বাঁকে বিহারি মন্দিরে এ কী দৃশ্য!


এই গোটা ঘটনায় রীতিমতো 'হতভম্ব' তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। যত দ্রুত সম্ভব তিনি আহত চিকিৎসকের চিকিৎসা ব্যবস্থার জন্য বলেছেন। গোটা ঘটনার তদন্ত করতেও নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতালে সুরক্ষা ব্যবস্থার কোনও খামতি ছিল কি না সেই বিষয়ও দেখার নির্দেশ দিয়েছেন তিনি। কীভাবে একজন হাসপাতালের কর্মী চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটালেন তার নেপথ্য কারণ খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি। 


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, "সরকারি হাসপাতালে রোগীদের যথাযথ চিকিৎসা প্রদানে আমাদের সরকারি চিকিৎসকদের কাজ অপরিসীম। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।"



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে