২১-এ পা দিলেন অজয় নাগের। গত সপ্তাহে তিনি আবার ফিরে এসেছেন ইউটিউবে, ইয়ালগার র্যাপ নিয়ে। ইন্টারনেটে তাঁর অনুরাগী আছেন অনেক, তাঁর প্রতিটি রিলিজের পর তাঁরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করান তাঁকে। আজ তাঁর জন্মদিনেও তাঁরা আস্তিন গুটিয়ে তাঁকে ট্রেন্ড করাতে নেমে পড়েছেন, চলছে পুরনো জোক আর মিম চালাচালি।
গত মাসে মুক্তি পায় ক্যারিমিনাতির ভিডিও ইউটিউব ভার্সাস টিকটক: দ্য এন্ড ভিডিও। সব থেকে অল্প সময়ে ভিডিওটি সর্বাধিক জনপ্রিয়তা পায়, লাখ লাখ লোক এটি দেখেন। গোটা বিশ্বে এটিই সর্বাধিক দেখা নন মিউজিক ভিডিও। কিন্তু সাইবারবুলিংয়ের অভিযোগ ওঠায় নিগ্রহের কারণ দেখিয়ে ইউটিউব এটি উড়িয়ে দেয়। কিন্তু শুধু অনুরাগীরা নন, অন্যান্য সোশ্যাল মিডিয়া ও বিখ্যাত ইউটিউবাররা দাঁড়ান তাঁর পাশে।
আর এবার তাঁর জন্মদিনে ক্যারিমিনাতি ট্রেন্ড করছে।