কলকাতা: করোনায় ঝাঁঝরা হয়ে যাওয়া এক মহিলার দুটি ফুসফুসই প্রতিস্থাপন করল জনৈক ভারতীয় চিকিৎসকের নেতৃত্বাধীন একটি দল। করোনা অতিমারী শুরু হওয়াার পর আমেরিকায় প্রথম এ ধরনের অস্ত্রোপচার হল।

ওই চিকিৎসকের নাম অঙ্কিত ভারত। তিনি শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিন লাং ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রামের থোরাসিক সার্জারি বিভাগের প্রধান ও সার্জিক্যাল ডিরেক্টর। তাঁদের হাসপাতালে এক লাতিন আমেরিকান বংশোদ্ভূত তরুণী ভর্তি ছিলেন। ৬ সপ্তাহ করোনা আইসিইউ-তে কাটানো ওই তরুণী ভেন্টিলেটর এবং এক্স্ট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বা ইসিএমও-র মত জীবনদায়ী যন্ত্রের সহায়তায় বেঁচে রয়েছেন। এ মাসের শুরুতে দেখা যায়, তাঁর ফুসফুস চিকিৎসার অযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ২ দিনের মধ্যে প্রতিস্থাপন করা হয় দুটি ফুসফুসই।

অঙ্কিত জানিয়েছেন, ফুসফুস প্রতিস্থাপন ছাড়া ওই রোগিণীকে বাঁচানোর আর উপায় ছিল না। করোনা চিকিৎসাধীন কোনও রোগীর এই প্রথম এমন সফলভাবে ফুসফুস প্রতিস্থাপিত হল। অন্যান্য ট্রান্সপ্ল্যান্ট সেন্টারগুলিকে তিনি জানাতে চান, এ ধরনের রোগীদের অন্ত্র প্রতিস্থাপন অত্যন্ত কঠিন হলেও তা সফলভাবে করা সম্ভব, এর ফলে মুমূর্ষু করোনা রোগীদেরও বাঁচার একটা সুযোগ দেওয়া যায়।

হাসপাতালের পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের এমডি বেথ মালসিন বলেছেন, দীর্ঘদিন ধরে ওই মহিলা করোনা আইসিইউ-তে সর্বাপেক্ষা অসুস্থ রোগী ছিলেন, সম্ভবত গোটা হাসপাতালেই তাঁর মত অসুস্থ আর কেউ ছিল না। অথচ অস্ত্রোপচারের জন্য করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসা জরুরি। তাই তাঁর প্রথম করোনা টেস্ট যখন নেগেটিভ আসে, তখন চিকিৎসকরা দারুণ খুশি হয়েছিলেন, মনে হয়েছিল, জীবনদায়ী এই প্রতিস্থাপনের ধকল হয়তো সামলে উঠতে পারবেন তিনি।

তাঁর জীবনে এটি অন্যতম কঠিন প্রতিস্থাপন। জানিয়েছেন অঙ্কিত।