নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ইমরান খানের সাম্প্রতিক ভাষণে আপত্তি তুলে বিহারের আদালতে পিটিশন দায়ের করলেন এক আইনজীবী। সুধীর কুমার ওঝা নামে অভিযোগকারীর দাবি, পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিচার করা হোক রাষ্ট্রপু্ঞ্জের মঞ্চে ভাষণের মাধ্যমে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও অন্যান্য অপরাধে। ওঝা এর আগে বলিউডি অভিনেতা, দেশের শীর্ষ রাজনৈতিক নেতা-নেত্রীদের বিরুদ্ধেও নানা সময়ে অভিযোগ পেশ করেছেন। শনিবার সর্বশেষ পিটিশনটি জমা দিয়েছেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সূর্য্যকান্ত তেওয়ারির এজলাসে।
পিটিশনে গত শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ইমরানের ভাষণের বিরোধিতা করেছেন ওঝা। ইমরান নিজের বক্তব্যে কাশ্মীরে নরেন্দ্র মোদি সরকারের সাম্প্রতিক পদক্ষেপ ও তার সম্ভাব্য ফল, প্রতিক্রিয়ার কথা বলেন।
ওঝার পিটিশনের শুনানির দিন স্থির হয়েছে ২৪ অক্টোবর। ইমরানকে যুদ্ধের হুমকি দেওয়া, উন্মাদনা ছড়ানোয় অভিযুক্ত করে পাকিস্তানের ক্রিকেট থেকে রাজনীতির ময়দানে পা রাখা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশের আর্জি জানিয়েছেন তিনি। ইমরানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ (এ), ১২৫ ও ৫০৫ অনুচ্ছেদেপ আওতায় আইনি প্রক্রিয়া নেওয়ার দাবি করেছেন ওঝা। ধারাগুলি রাষ্ট্রদ্রোহিতা, ভারত সরকারের সঙ্গে শান্তি বজায় রাখা বা জোটবদ্ধ হয়ে থাকা কোনও এশিয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও কোনও একটি সম্প্রদায়কে অন্যের বিরুদ্ধে অপরাধ করার জন্য প্ররোচিত করা সংক্রান্ত।