নয়া দিল্লি: বিচারপতির বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সেখানে যেতেই উদ্ধার হয় প্রচুর নগদ টাকা। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলো থেকে উদ্ধার হল বিপুল পরিমান নগদ টাকা। যা নিয়ে শোরগোল পরে গিয়েছে। এই ঘটনায় সুপ্রিম কোর্টের কলেজিয়ামও দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের কলেজিয়াম বিচারপতি ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ১৪ মার্চ হোলির সময় বিচারপতি ভার্মার বাড়িতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনার সময় বিচারপতি যশবন্ত বর্মা শহরে উপস্থিত ছিলেন না এবং তাঁর পরিবারের সদস্যরা দমকল বিভাগ এবং পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন।
এরপর দমকল আগুন নেভাতে এসে বাংলোর একটি ঘরে থরে থরে সাজানো বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে। খবর দেওয়া হয় পুলিশে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মারফত সেই খবর পৌঁছায় শীর্ষ আদলতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। এরপরেই তাঁর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ৫ সদস্যের কলেজিয়াম সিদ্ধান্ত নেয় বিচারপতি ভার্মাকে এলাহাবাদে বদলি করার।
আরও পড়ুন, মোদির ৩৮ বার বিদেশ সফরে 'বিরাট খরচ'! ব্যয়ের হিসেব দিল কেন্দ্র!
যদিও বিচারপতি ভার্মার এই বদলিকে তাঁর অপরাধের লঘু দন্ড হিসাবেই মনে করছেন বিচার বিভাগের বহু মানুষ। তাঁরা বিচারপতি ভার্মার পদত্যাগ দাবি করছেন। সংশ্লিষ্ট মহলের অনুমান ঘুষের টাকা বাড়িতে রেখেছিলেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিচারপতি ভার্মার কোনও মন্তব্য মেলেনি। সূত্রের খবর, বৈঠকে বলা হয়েছে, বিষয়টি শুধু বদলির মধ্যে সীমাবদ্ধ থাকলে বিচার বিভাগের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব পড়বে এবং প্রতিষ্ঠানের ওপর আস্থাও কমে যাবে। এই আবহে বিচারপতি ভার্মাকে পদত্যাগ করতে বলার প্রস্তাব পেশ করা হয়েছিল।
এর আগে ২০২১ সালের অক্টোবরে এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে বদলি হয়েছিলেন বিচারপতি ভার্মা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে