নয়া দিল্লি: মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফর করে থাকেন। সম্প্রতি তিনি মরিশাস এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও গিয়েছিলেন। এরই মধ্যে সংসদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানতে চান প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য কত খরচ হয়েছে? 


গত তিন বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মোট ব্যয় সম্পর্কে তথ্য সর্ব সমক্ষে আনার দাবিও জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসের খরচ থেকে হোটেলে থাকা, পরিবহণ ও অন্যান্য খাতে কীরকম খরচ হয় তার বিস্তারিত বিবরণ জানাতে হবে। 


সেই মোতাবেক বৃহস্পতিবার রাজ্যসভায় একটি লিখিত উত্তর জমা দেন বিদেশ প্রতিমন্ত্রী। ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে ৩৮টি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।


আরও পড়ুন, লন্ডনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিমানবন্দর, বিদ্যুৎবিচ্ছিন্ন হাজার হাজার বাড়ি


বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা রাজ্যসভায় জানিয়েছেন একটি একক সফরে সবচেয়ে বেশি খরচ হয়েছে ২০২৩ সালের জুনে মোদির মার্কিন সফরে। কেবল সেই সফরেই মোট খরচ হয় ২২ কোটি টাকার কিছু বেশি। অন্যদিকে ২০২৪ সালের সেপ্টেম্বরের আমেরিকা সফরে খরচ ১৫ কোটির কিছু বেশি। ২০২৩ সালের মে মাসে জাপান সফরে খরচ হয়েছিল ১৭ কোটি টাকার মতো। আবার ২০২২ সালের মে মাসে নেপাল সফরে খরচ হয়েছিল মাত্র ৮০ লক্ষ টাকার কিছু বেশি। এই খরচের মধ্যে রয়েছে হোটেলে থাকা, পরিবহন এবং অন্যান্য খরচ। রিপোর্ট অনুসারে অতিরিক্তভাবে, নিরাপত্তা এবং মিডিয়া প্রতিনিধিদলের জন্য অর্থ ব্যয় করা হয়েছিল।


২০২২ সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহী, উজবেকিস্তান এবং ইন্দোনেশিয়া সফর করেন। ২০২৩ সালে তিনি অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিসের মতো দেশ ভ্রমণ করেন। ২০২৪ সালে তার বিদেশ সফরের মধ্যে ছিল পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, ইতালি, ব্রাজিল।                                                                        
 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে