নয়াদিল্লি: চলতি অর্থবর্ষ শেষ হতে বাকি তিন মাসেরও কম সময়। কিন্তু আয়কর আদায়ের পরিমাণ সন্তোষজনক নয়। সেই কারণে সব প্রিন্সিপ্যাল চিফ কমিশনারকে চিঠি দিয়ে আয়কর আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিলেন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (সিবিডিটি) চেয়ারম্যান সুশীল চন্দ্র। এই নির্দেশে বলা হয়েছে, কারা আয়কর দিচ্ছে না সেটা খুঁজে বার করার জন্য জরিপ চালাতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে আয়কর দিচ্ছ না, তাদের বিরুদ্ধে আদালতে মামলা করতে হবে। সিবিডিটি চেয়ারম্যান বলেছেন, ‘গত বছর এই সময় আয়কর আদায়ের পরিমাণ বেড়েছিল ১৫.৬ শতাংশ। এবার সেটা ১.১ শতাংশ কমে গিয়েছে। কর আদায় বৃদ্ধির ক্ষেত্রে দেশের বেশিরভাগ অঞ্চলের চিত্রটাই নেতিবাচক। এটা গুরুতর উদ্বেগের বিষয়। ঘাটতি পূরণের জন্য
সবারই উদ্যোগ দরকার।’
সুশীল আরও জানিয়েছেন, ’১৪.৭ শতাংশ লক্ষ্যমাত্র থাকলেও, ২০১৮ সালের ডিসেম্বরের শেষে প্রত্যক্ষ কর আদায় বৃদ্ধির পরিমাণ ১৩.৬ শতাংশ। কর আদায় বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। সাধারণভাবে কর আদায় করা সম্ভব না হলে বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করা হতে পারে।’