নয়াদিল্লি: ২০১৮-১৯ অর্থবর্ষে ৭.২ শতাংশ আর্থিক বৃদ্ধি হতে চলেছে বলে সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিস বা সিএসও-র দেওয়া পরিসংখ্যান স্বাগত জানাল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থ সচিব সুভাষচন্দ্র গর্গ বলেছেন, এই বৃদ্ধির হার অত্যন্ত ভাল, ভারত এখনও বিশ্বের অন্যতম দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত অর্থনৈতিক শক্তি।

সিএসও বলেছে, গত অর্থবর্ষের ৬.৭ শতাংশ বৃদ্ধির তুলনায় এই অর্থবর্ষে বৃদ্ধি বেড়ে হবে ৭.২ শতাংশ। গর্গ এ নিয়ে একাধিক টুইট করেছেন। তিনি বলেছেন, এই বৃদ্ধির হার যথেষ্ট ভাল। গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন বা জিএফসিএফ বৃদ্ধি বোঝাচ্ছে দেশে বিনিয়োগেও জোয়ার আসতে চলেছে। নির্মাণ, বিদ্যুৎ ক্ষেত্র, গ্যাস, জল সরবরাহের মত বেশ কিছু ক্ষেত্রে উন্নতি চোখে পড়ার মত, এই সবই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

দেখুন তাঁর টুইট