SSR Death CBI Investigation LIVE: ফের সিবিআই জেরার মুখে সিদ্ধার্থ পিঠানি, কুপার হাসপাতাল ও মুম্বই পুলিশকে নোটিস মহারাষ্ট্র মানবাধিকার কমিশনের
Sushant Singh Death Case CBI Investigation LIVE Updates: সুশান্তের মৃত্যুর পর নিজেকে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করা সন্দীপ সিংহকে নিয়ে রহস্যের জট বেঁধেছে...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Aug 2020 02:26 PM
প্রেক্ষাপট
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য জটিল থেকে জটিলতর হয়ে উঠছে! আজ বুধবার, তদন্তের ষষ্ঠ দিনে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুশান্তের রুম মেট সিদ্ধার্থ পিঠানি। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থকে লাগাতার...More
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য জটিল থেকে জটিলতর হয়ে উঠছে! আজ বুধবার, তদন্তের ষষ্ঠ দিনে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুশান্তের রুম মেট সিদ্ধার্থ পিঠানি। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। অন্যদিকে, কীভাবে রিয়াকে মর্গে ঢোকার অনুমতি দেওয়া হল, সে সম্পর্কিত তথ্য জানতে চেয়ে কুপার হাসপাতাল ও মুম্বই পুলিশকে নোটিস দিয়েছে মহারাষ্ট্র মানবাধিকার কমিশন। গতকাল, সুশান্তের পরিচারক নীরজ ও কেশব, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, প্রাক্তন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রজত এবং বর্তমান অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধরকে মুখোমুখি মুখোমুখি জেরা করে সিবিআই। এদিকে, সুশান্তের মৃত্যুর পর নিজেকে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করা সন্দীপ সিংহকে নিয়ে রহস্যের জট বেঁধেছে। আবার, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এবার তদন্তে নামছে আরেক কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইডি সূত্রে দাবি, গত কয়েকদিনের জিজ্ঞাসাবাদে মাদক-সংক্রান্ত কিছু তথ্য উঠে এসেছে। তা-ই খতিয়ে দেখবে এনসিবি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Sushant case update:- সিবিআই বলছে সমন পাঠানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। কিন্ত অভিনেত্রীর আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের কাছে কোনও সমন এসে পৌঁছয়নি। এই কারণে এখন বড় প্রশ্ন উঠছে, কোথায় গেলেন রিয়া চক্রবর্তী? মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় যে অ্যাপার্টমেন্টে থাকেন রিয়া ও তাঁর পরিবার, সেই প্রাইম রোজ বহুতলে নিজের ফ্ল্যাটে গত ৪ দিন ধরেই দেখা যায়নি রিয়া বা তাঁর পরিবারের কোনও সদস্যকে। এখন প্রশ্ন ঘোরাফেরা করছে তা হল, তাহলে কি রিয়া চক্রবর্তী ফেরার হয়ে গেলেন?