SSR Death CBI Investigation LIVE: ফের সিবিআই জেরার মুখে সিদ্ধার্থ পিঠানি, কুপার হাসপাতাল ও মুম্বই পুলিশকে নোটিস মহারাষ্ট্র মানবাধিকার কমিশনের

Sushant Singh Death Case CBI Investigation LIVE Updates: সুশান্তের মৃত্যুর পর নিজেকে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করা সন্দীপ সিংহকে নিয়ে রহস্যের জট বেঁধেছে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Aug 2020 02:26 PM
Sushant case update:- সিবিআই বলছে সমন পাঠানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। কিন্ত অভিনেত্রীর আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের কাছে কোনও সমন এসে পৌঁছয়নি। এই কারণে এখন বড় প্রশ্ন উঠছে, কোথায় গেলেন রিয়া চক্রবর্তী? মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় যে অ্যাপার্টমেন্টে থাকেন রিয়া ও তাঁর পরিবার, সেই প্রাইম রোজ বহুতলে নিজের ফ্ল্যাটে গত ৪ দিন ধরেই দেখা যায়নি রিয়া বা তাঁর পরিবারের কোনও সদস্যকে। এখন প্রশ্ন ঘোরাফেরা করছে তা হল, তাহলে কি রিয়া চক্রবর্তী ফেরার হয়ে গেলেন?
Sushant case update:- সুশান্ত কাণ্ডে কী ভাবে তদন্তপ্রক্রিয়া চলবে, তা স্থির করতে এদিন সকালে বৈঠকে বসে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর শীর্ষ আধিকারিকরা।
SSR Death CBI Investigation LIVE: কুপার হাসপাতাল পৌঁছল সিবিআই টিম
শ্রুতি মোদির সহযোগী জয়া শাহকে তলব ইডি-র



সুশান্ত সিংহের অ্যাকাউন্টের আর্থিক লেনদেন সম্পর্কিত তদন্তে এবার শ্রুতি মোদির সহযোগী জয়া শাহকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, সুশান্ত সিংহের অ্যাকাউন্ট থেকে ৬২ লক্ষ টাকা কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট নামক সংস্থার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। সেখান থেকে আবার ওই টাকা রিয়া ও সৌভিকের অ্যাকাউন্টে চলে যায়।

এই কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কনসালটিং ম্যানেজার হলেন জয়া শাহ। তাই তাঁকে তলব করে প্রশ্ন করতে চায় ইডি।
আজ ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুশান্তের রুম মেট সিদ্ধার্থ পিঠানি। গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
সুশান্ত-মামলায় এবার কুপার হাসপাতাল ও মুম্বই পুলিশকে নোটিস মহারাষ্ট্র মানবাধিকার কমিশনের। কীভাবে রিয়াকে মর্গে ঢোকার অনুমতি দেওয়া হল, সে সম্পর্কিত তথ্য জানতে চেয়েছে কমিশন
সুশান্তের বন্ধু বলে দাবি করা সন্দীপ সিংহকে নিয়ে রহস্য



সুশান্ত মৃত্যু রহস্য আরও এক নতুন মোড় নিয়েছে। সুশান্তের মৃত্যুর পর নিজেকে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করা সন্দীপ সিংহকে নিয়ে রহস্যের জট বেঁধেছে।

সম্প্রতি, অঙ্কিতা লোখণ্ডে এবং সুশান্তের ভেঙে যাওয়া প্রেম নিয়ে সুশান্তের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় বড় পোস্ট করেছিলেন সন্দীপ। তিনি লিখেছিলেন, সুশান্তের জীবনে অঙ্কিতা ছাড়া আর কোনও নারীর অস্তিত্ব মেনেই নিতে পারেননি তিনি। বলেছিলেন, অঙ্কিতাই সুশান্তের মা, প্রেমিকা, দিদি সবকিছু ছিল।

সন্দীপের কল ডিটেলস খতিয়ে দেখেন গোয়েন্দারা। উঠে আসে, গত এক বছর সুশান্ত ও সন্দীপের মধ্যে একবারও ফোনে কথা হয়নি।

এমনকী, সুশান্তের পরিবারের আইনজীবী প্রথম থেকে দাবি করছেন, তাঁরা সন্দীপকে চেনেন না। সুশান্তের ফ্ল্যাটের কর্মচারীরাও জানিয়েছেন, সন্দীপকে তাঁরা কোনওদিন দেখেননি।

প্রেক্ষাপট

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য জটিল থেকে জটিলতর হয়ে উঠছে! আজ বুধবার, তদন্তের ষষ্ঠ দিনে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুশান্তের রুম মেট সিদ্ধার্থ পিঠানি। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।


 


অন্যদিকে, কীভাবে রিয়াকে মর্গে ঢোকার অনুমতি দেওয়া হল, সে সম্পর্কিত তথ্য জানতে চেয়ে কুপার হাসপাতাল ও মুম্বই পুলিশকে নোটিস দিয়েছে মহারাষ্ট্র মানবাধিকার কমিশন।


 


গতকাল, সুশান্তের পরিচারক নীরজ ও কেশব, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, প্রাক্তন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রজত এবং বর্তমান অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধরকে মুখোমুখি মুখোমুখি জেরা করে সিবিআই।


 


এদিকে, সুশান্তের মৃত্যুর পর নিজেকে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করা সন্দীপ সিংহকে নিয়ে রহস্যের জট বেঁধেছে।


 


আবার, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এবার তদন্তে নামছে আরেক কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইডি সূত্রে দাবি, গত কয়েকদিনের জিজ্ঞাসাবাদে মাদক-সংক্রান্ত কিছু তথ্য উঠে এসেছে। তা-ই খতিয়ে দেখবে এনসিবি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.