পটনা: বিহারে সিবিআইয়ের ওপর হামলা। ইউজিসি নেটের (UGC NET Paper Leak Case) প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা চলে বলে অভিযোগ। সিবিআইকে ঘিরে ধরে হামলা চালায় ২০০-৩০০ জন, এমনই প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে। বিহারের নাবাদায় সিবিআইয়ের ওপর হামলা চলে। এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত জানুয়ারিতে, রেশন দুর্নীতির তদন্তে আসা ইডি আধিকারিকদের উপর সন্দেশখালিতে হামলার অভিযোগ ওঠে। এবার এনডিএ শাসিত বিহারে হামলার অভিযোগ উঠল আর এক কেন্দ্রীয় সংস্থা, সিবিআইয়ের উপর।
কী জানা গেল?
স্থানীয় সূত্রে খবর, তদন্তকারীরা সিভিল ড্রেসে আসায় গ্রামবাসীদের সন্দেহ হয়েছিল, এঁরা অপরাধী নন তো? অর্থাৎ পুলিশের সঙ্গে যাঁরা এসেছেন, তাঁরা যে সিবিআই সে কথা গ্রামের মানুষ জন স্বীকার করতে চাননি। অনেকে মনে করেছিলেন, এঁরা নকল পুলিশ। যদিও তদন্তকারীদের সঙ্গে স্থানীয় পুলিশ আধিকারিকরাও ছিলেন। তার পরও কী ভাবে এই সন্দেহ হল গ্রামবাসীদের? প্রাথমিক ভাবে তাই আজকের ঘটনা ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে সেখানে ২০০-৩০০ লোক জড়ো হয়ে যায়। 'নকল পুুলিশ' গুজব তুলে এই জমায়েত করে ফেলা হয়। সিবিআই আধিকারিকরা নিজেদের পরিচয়পত্র দেখান। এক কনস্টেবল গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। প্রথমে, বচসা-গালিগালাজ, তার পর সেখান থেকে ধাক্কাধাক্কি, এমনকি শার্ট ছিড়ে ফেলারও অভিযোগ ওঠে ওই জনতার বিরুদ্ধে। সিবিআই আধিকারিকদের সঙ্গে আসা গাড়ির এক চালককে মারধর করা হয়। তার পর রাজৌলি থানায় খবর দিয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী আনানো হয়েছিল। তার পর কোনও মতে গ্রাম থেকে বেরোতে পারেন সিবিআই আধিকারিকরা। ওই গ্রামেই কেউ এক জন রয়েছেন, যাঁর থেকে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। এবং সেটি ধরেই সিবিআই টিম গ্রামে পৌঁছয়। তার পরই এই হামলা। গত কাল এই হামলা নিয়ে এফআইআর দায়ের করিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আজকের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছা়ড়া ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়, এক জন যুবককেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।
স্মরণে সন্দেশখালি ও...
এই ঘটনা সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার কথা মনে করিয়ে দিয়েছে অনেককেই। বনগাঁতেও একই ভাবে 'আক্রান্ত' হন ইডি আধিকারিকরা। ভূপতিনগরে আবার হামলা চলে এনআইএ আধিকারিকদের উপর। এবার আক্রান্ত সিবিআই, ঘটনাস্থল বিহার।
আরও পড়ুন:অস্বাভাবিক মৃত্য়ু বিজেপি কর্মীর, দেহ উদ্ধার নলহাটি স্টেশনের অদূরে