নয়াদিল্লি: অপেক্ষার অবসান। প্রকাশিত হল চলতি বছরের সিবিএসই দ্বাদশের ফল। ৯৯.৩৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ। ছাত্রীদের ফল ছাত্রদের তুলনায় ভাল। ৯৯.৬৭ শতাংশ ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ। ৯৯.১৩ শতাংশ ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ।
cbse.nic.in এবং cbse.gov.in এ গিয়ে সহজেই নিজেদের রোল নম্বর খুঁজে বের করতে পারবেন পরীক্ষার্থীরা। এর পর সেই রোল নম্বরের মাধ্যমে দেখতে পাওয়া যাবে ফলাফল। এই রোল নম্বর দিয়েই অ্যাপের মাধ্যমেও রেজাল্ট দেখতে পাবেন শিক্ষার্থীরা। সরাসরি ফোন করে বা এসএমএসের মাধ্যমেও ফল জানা যেতে পারে। ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফল জানতে গেলে দিল্লির ক্ষেত্রে ফোন করতে হবে ২৪৩০০৬৯৯ নম্বরে। দিল্লির বাইরে হলে ফোন করতে হবে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে।
কীভাবে রোল নম্বর ফাইন্ডার অ্যাকসেস করা যাবে
- সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- স্ক্রোল করে পেজের নিচে নামুন। 'Roll Number Finder' লেখা অংশের ওপরে ক্লিক করুন।
- এর পর একটা নতুন পেজ খুলবে। এরপর সেটায় 'Continue লেখায় ক্লিক করুন।
- পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি বাছুন।
- এর পর নিজের নাম, বাবার নামসহ প্রয়োজনীয় তথ্য দিন।
- এর পর দশম বা দ্বাদশের রোল নম্বর জানতে সার্চ করুন।
করোনা আবহে এবার সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়নি। কাজেই রোল নম্বরও পাননি পরীক্ষার্থীরা। গত মাসে পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশেন। দেশের শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল জানান, দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে। জানানো হয়, দ্বাদশের মূল্যায়নের ক্ষেত্রে শেষ তিন বছর অর্থাৎ, দশম থেকে দ্বাদশ শ্রেণির অভ্য়ন্তরীণ মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে। ১২ সদস্যের সিবিএসই কমিটি জানায়, মূল্যায়েনর জন্য ৪০ শতাংশ নম্বর দ্বাদশের প্রি-বোর্ড বা দ্বাদশ টেস্ট পরীক্ষা থেকে নেওয়া হবে। পরীক্ষা না হওয়ায় চলতি বছর মূল্যায়নের ভিত্তিতেই ফল প্রকাশিত হল।