নয়াদিল্লি: কৃষকদের স্বার্থের কথা মাথায় আছে বিজেপির। দলের হয়ে এবার আসরে নামলেন বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় দিল্লির রাস্তায় প্রতিবাদ করছেন কৃষকরা। সেই প্রসঙ্গে আজ একথা বলেন সানি।

ট্যুইটারে তিনি লিখেছেন, ‘’আমি সারা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি এই বিষয়ের মধ্যে ঢুকবেন না। কারণ এটা সরকার এবং কৃষকদের অভ্যন্তরীণ বিষয়। দুপক্ষই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করবে। আমি জানি অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিয়ে সমস্যা তৈরির চেষ্টা করবেন। তাঁরা কেউই কৃষকদের কথা ভাবছেন না। তাঁদের নিজস্ব কিছু উদ্দেশ্য আছে।‘’

২০১৯ সালে অভিনেতা দীপ সিদ্ধু সানি দেওলের হয়ে নির্বাচনের প্রচারে গিয়েছিলেন। তিনি শিখদের জন্য পৃথক রাজ্য খালিস্তানের জন্য আন্দোলন করেছেন। রাজধানীতে চলা কৃষক আন্দোলনেও যোগ দিয়েছেন দীপ। ফলে দীপ সিদ্ধুর সঙ্গে দূরত্ব বেড়েছে সানির। এই বিষয়ে সানি বলেন, ‘’নির্বাচনের প্রচারে দীপ সিদ্ধু আমার সঙ্গে গিয়েছিলেন। কিন্তু আমার সঙ্গে ওঁর কোনও যোগাযোগ নেই। উনি যা বলছেন বা করছেন তা পুরোটাই নিজের দায়িত্বে।  ওঁর আন্দোলনের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি আমার দল এবং কৃষকদের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। আমাদের সরকার কৃষকদের জন্য সবসময় ভাবে। আমি নিশ্চিত আলোচনার মাধ্যমে সমাধান হবে।‘’

গত বছর এপ্রিলে বিজেপিতে যোগ দেন অভিনেতা সানি দেওল। লোকসভা নির্বাচনে পঞ্জাবের গুরুদাসপুর থেকে  নির্বাচিত হন তিনি। পঞ্জাব থেকে বহু কৃষক আন্দোলনে যোগ দিয়েছেন। স্পষ্টতই, এই আন্দোলন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। করোনা আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সি অভিনেতা বর্তমানে মানালিতে আছেন। তাঁর আগে  বাবা ধর্মেন্দ্র এবং মা হেমা মালিনি বিজেপিতে যোগ দেন। দুজনই বিজেপি সাংসদ।

উল্লেখ্য, কেন্দ্রের ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন হাজার হাজার কৃষক। পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের কৃষকরা রাতভর বিক্ষোভ দেখাচ্ছেন দিল্লির কনকনে ঠান্ডায়। রাজধানী অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেছেন তাঁরা। দিল্লিতে ঢোকার আগে পুলিশ পথ আটকায়। তাঁদের বক্তব্য সংশ্লিষ্ট আইনগুলি বাতিল করতে হবে। এই কৃষক আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন দেশ বিদেশের রাষ্ট্র নেতারা। এদিকে গত সপ্তাহ থেকে দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু মেলেনি কোনও সমাধান সূত্র। বুধবার ফের বৈঠকে বসবে দুপক্ষ।