বর্তমানে ‘যুগ যুগ জিও’ ছবির শ্যুটিং করছেন অনিল। তিনি এখন রয়েছেন চণ্ডীগড়ে। শ্যুটিংয়ের মাঝেও শরীর চর্চায় আলস্য তাঁর না পসন্দ। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন চণ্ডীগড়ের রাস্তায়। নিজের ট্যুইটার হ্যান্ডলে সেই ভিডিও শেয়ার করে এই অভিনেতা লিখেছেন, ‘হৃদযন্ত্র সচল রাখার এই ব্যায়াম আমার সবচেয়ে পছন্দের। #আরলিমর্নিংবাইকরাইডস #চণ্ডীগড়।’
অনিল এই হ্যাশট্যাগে ভিডিও পোস্ট করার পরেই রিজিজুকে ট্যাগ করেন। ভিডিওটি দেখার পর প্রশংসাসূচক ট্যুইট করেন রিজিজু। এই কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘দারুণ ব্যাপার অনিলজি। আপনি সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। আপনার সাইকেলের ওই বড় ও মোটা মোটা চাকাগুলি আমার ভারী পছন্দ হয়েছে। #নিউইন্ডিয়াফিটইন্ডিয়া #ফিটইন্ডিয়ামুভমেন্ট।’
দিন যায় রাত যায়। মেয়ে সোনম কপূর কয়েক বছর আগেই বলিউডে পা রেখেছেন। তিনি বিয়েও সেরে ফেলেছেন কিন্তু অনিলের বয়স আর বাড়ে না। চুল পাকা, ভুঁড়ি গজানো বা চামড়া কুঁচকে যাওয়া- বয়সের কোনও লক্ষণই ছুঁতে পারেনি তাঁকে। রহস্যটা কী? কয়েকমাস আগে তিনি নিজেই জানান। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এই অভিনেতা। তাতে দেখা যায়, জিমে কীভাবে সাইক্লিং করে ঘাম ঝরাচ্ছেন তিনি। এই ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ‘সানডেই হোক বা মানডে... এই আমার ফানডে।’
সাইক্লিং এক ধরনের কার্ডিও ওয়ার্কআউট, যা মূলত ফিট রাখে শরীরের নিম্নাংশ, অর্থাৎ পা, কোমর ইত্যাদি। শরীরে রক্ত সঞ্চালন ও অক্সিজেনের চলাচলও বাড়ে এতে। নিয়মিত সাইকেল চালালে ঘুম ভাল হয়, কমে রক্তচাপ। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আর ক্যালরি ঝরার ফলে ওজন তো কমেই।
কয়েকদিন আগে গুজব রটে, অনিল করোনা আক্রান্ত। তবে তিনি নিজেই করোনা নেগেটিভ হওয়ার কথা জানিয়েছেন। তবে জানা গিয়েছে, করোনা পজিটিভ নীতু সিংহ ও বরুণ ধবন। পরিস্থিতির চাপে আপাতত স্থগিত 'যুগ যুগ জিও' ছবির শ্যুটিং। ঋষি কপূরের মৃত্যুর পরে এই ছবির হাত ধরেই সেটে ফিরছেন নীতু। বরুণ ও অনিল ছাড়াও এই ছবিতে রয়েছেন কিয়ারা আডবাণী ও প্রযক্তা কোলি।