নয়াদিল্লি: গতকালই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল চলতি মাস শেষের আগেই দেশে প্রায় ২০০ কোটি করোনা টিকা ঢুকবে। ফের সুখবর শোনাল কেন্দ্র। বিনামূল্যে আরও টিকা সরবরাহ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রায় ১ কোটি ৯২ লক্ষ প্রতিষেধক দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রে।


পাশাপাশি এও জানানো হয়েছে, এই টিকার জন্য রাজ্য প্রশাসন বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোনও অর্থ ব্যয় করতে হবে না। রাজ্যগুলির কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে আগামী রবিবার থেকেই।


শুক্রবার নিজের ট্যুইটারে ট্যুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি লিখেছেন, 'কেন্দ্রীয় সরকার প্রায় ১ কোটি ৯২ লক্ষ টিকা সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করতে চলেছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। আগামী ১৬ থেকে ৩১ মের মধ্যেই এই টিকা পৌঁছে দেওয়া হবে’।



হ্যাশট্যাগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও লিখেছেন, 'ভারত করোনার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে। টিকা-ই সুরক্ষা কবচ'। উল্লেখ্য, টিকাকরণ নিয়েও একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দেশে সকলের জন্য টিকাকরণ কর্মসূচির কথা ঘোষণা করা হলেও টিকার ভাঁড়ে মা ভবানী। এ নিয়ে বারবার দিল্লি হাইকোর্টের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে কেন্দ্রকে। যদিও গতকালই নীতি আয়োগের সদস্য ভিকে পাল জানিয়েছেন মে মাস শেষ হওয়ার আগেই দেশে টিকা ঢুকবে।


এদিন সাংবাদিক বৈঠকে ডাঃ পাল জানিয়েছেন 'এফডিএ এবং হু অনুমোদিত ওই সব সংস্থা আবেদন করলে এক দু-দিনের মধ্যেই ইমপোর্ট লাইসেন্স দিয়ে দেওয়া হবে। আপাতত কোনও লাইসেন্স দেওয়া বাকি নেই এবং লাইসেন্সের জন্য অনুমতি চেয়ে কোনও আবেদন আমাদের কাছে এই মুহূর্তে অবশ্য জমা পড়েনি।


গত মাসেইই মার্কিন যুক্তরাষ্ট্র, ইওরোপিয়ান ইউনিয়ন এবং জাপানকে ভ্যাকসিন বিষয়ে ফাস্ট-ট্র্যাকড অনুমোদন দিয়েছে ভারত সরকার। এদিন ডাঃ পাল বলেন, 'অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রায় ২১৬ কোটি ভ্যাকসিন তৈরি হবে। এবং সকলের ভ্যাকসিন নিশ্চিত করা হবে।' 


উল্লেখ্য, প্রথম দফায় ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি। সামনের সপ্তাহ থেকেই বাজারে এই টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল। বৃহস্পতিবার এ বিষয়ে তিনি বলেন, "যে সব টিকা ইতিমধ্যেই রাশিয়া থেকে এসেছে, সেই টিকা সামনের সপ্তাহ থেকে পাওয়া যাবে দেশের বাজারে। রাশিয়া থেকে আরও টিকা আসছে।"