নয়া দিল্লি: এবার পাকিস্তানের ইউটিউব চ্যানেলও ব্যান করল ভারত। এর আগে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান সরকারের সোশাল মিডিয়া, পাক সংবাদমাধ্যমের সোশাল সাইট।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ডন নিউজ, সামা TV, আরি নিউজ, জিও নিউজ-সহ ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। পহেলগাঁও হামলার পর থেকে ভারত, ভারতীয় সেনা এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে এই ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে লাগাতার উস্কানিমূলক, মিথ্যা এবং বিভ্রান্তিকর, ভুল তথ্য সম্প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। সেই কারণেই নিষিদ্ধ করা হয়েছে ১৬টি পাক ইউটিউব চ্যানেলের সম্প্রচার।
ডিডি নিউজ লাইভের তরফে জানান হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে, ভারত সরকার জম্মু ও কাশ্মীরের মর্মান্তিক ঘটনা পহেলগাঁও সন্ত্রাসী হামলার পটভূমিতে ভারত, সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা ও বিভ্রান্তিকর বর্ণনা এবং ভুল তথ্য প্রচারের জন্য নিম্নলিখিত পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলিকে নিষিদ্ধ করেছে।
এদিকে, পহেলগাঁওয়ে নাশকতার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, হামলার দিন বৈসারন ভ্যালিতে স্যাটেলাইট ফোন সক্রিয় ছিল। চিনে তৈরি স্যাটেলাইট ফোন পাকিস্তান থেকে ভারতে পাচার করা হয়েছিল। পহেলগাঁও লাগোয়া আশেপাশের জেলাতেও ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। সূত্রের খবর, ছবিতে ধরা পড়েছে, জঙ্গিরা মেষপালকদের দলে মিশে রয়েছে। তাই তাদেরকে চিহ্নিত করা সত্ত্বেও প্রত্যাঘাত করা যাচ্ছে না।
অন্যদিকে, পহেলগাঁও হামলার চক্রীদের কঠোরতম জবাব দেওয়ার প্রধানমন্ত্রীর হুঙ্কারের মধ্যেই, পাল্টা পরমাণু যুদ্ধের নির্লজ্জ আস্ফালন করছে পাকিস্তান। একই ধরনের উস্কানিমূলক মন্তব্য শোনা গেল পাকিস্তানের রেলমন্ত্রী থেকে পাঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে। যদিও পাকিস্তানের এসব ফাঁকা আওয়াজকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না এদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা।