নয়াদিল্লি: ফের চোখ রাঙাচ্ছে কোভিড (Covid)। ভারতে ইতিমধ্য়েই মিলেছে কোভিডের JN.1 ভ্যারিয়েন্টের (Covid Variant) খোঁজ। অনেকটাই বেড়েছে  সংক্রমণ। এই পরিস্থিতিতে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। 


সব রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। ফের ফিরিয়ে আনতে বলা হচ্ছে প্রতিদিনের মনিটরিং (District Wise Monitoring)। জেলা ভিত্তিক SARI এবং ILI কেস কতগুলো হচ্ছে সেগুলি নিয়ে মনিটরিং করতে বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। পাশাপাশি, কোভিড পরীক্ষার উপর জোর বাড়াতে বলা হয়েছে। যত বেশি সম্ভব RT-PCR পরীক্ষা করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। টেস্টে কোভিড পজিটিভ হলে সেগুলি INSACOG ল্যাবরেটরিতে জিনোম সিকোয়েন্সের জন্য পাঠাতে বলা হয়েছে।


 






নতুন গাইডলাইন দিয়ে সব রাজ্যের স্বাস্থ্য সচিবদের চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।  কেন্দ্রের গাইডলাইন নিয়ে কাল স্বাস্থ্যভবনে বৈঠকের সম্ভাবনা। সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট মেলেনি বলে দাবি।


কী কী বলা হয়েছে:
সামনেই বর্ষশেষের উৎসবের মরসুম। ভিড় হবে। তাই সেই সময় অতিরিক্ত সতর্কতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। শ্বাসকষ্ট সংক্রান্ত সংক্রমণে লাগাম দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ করার কথা বলা হয়েছে।


কোভিড রুখতে যাবতীয় পদক্ষেপের কথা যা যা  করার জন্য কেন্দ্রের তরফে বলা হয়েছে সেগুলি পুঙ্খানুপুঙ্খুভাবে রাজ্যের তরফে মেনে চলার জন্য বলা হয়েছে। 


ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ (Influenza-like Illness) এবং মাত্রাতিরিক্ত শ্বাসকষ্টজনিত সমস্যা (Severe Acute Respiratory Illness) রাজ্যের কোথায় কোথায় ঘটছে তার পূর্ণাঙ্গ হিসেব রাখতে বলা হয়েছে।  


RT-PCR-এর সংখ্যা বাড়ানোর জন্য বলা হয়েছে রাজ্যগুলিকে। যে সংখ্যায় বলা হয়েছে সেই সংখ্যায় অ্যান্টিজেন টেস্টও করতে বলা হয়েছে।


কোভিড নিয়ে দেশগুলিকে কড়া নজরদারি করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। পাশাপাশি জিনোম সিকোয়েন্সের তথ্য শেয়ার করার জন্য বলা হয়েছে। বেশ কিছু দেশে হু হু করে বেড়েছে কোভিড সংক্রমণ। সিঙ্গাপুরেও বেড়েছে সংক্রমণ। JN.1 ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা গিয়েছে এখানে।    


 


আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়ে তুমুল শোরগোল, লোকসভায় সাসপেন্ড অধীর-সহ ৩৩ বিরোধী সাংসদ