নয়াদিল্লি : বেআইনি অনুপ্রবেশ সমস্যা একটি অন্যতম সমস্যা হয়ে উঠেছে দেশে। সাম্প্রতিক সময়ে যা নিয়ে জোর চর্চা চলছে দেশজুড়ে। এই ইস্যুতে বিভিন্ন সময়ে রাজনৈতিক পারদ চড়ছে। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে নিশানা শানাচ্ছেন। এক্ষেত্রে সীমান্তে নজরদারির পাশাপাশি বেড়া দিয়ে ঘেরার তত্ত্ব উঠে এসেছে আলোচনায়। এই আবহে রাজ্যসভায় কেন্দ্র জানাল, পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে এখনও পর্যন্ত ১৬৪৭.৬৯৬ কিলোমিটার এলাকা বেড়া দেওয়া গেছে। বুধবার এই তথ্য দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বিজেপি সাংসদ শম্ভু শরণ পটেল ও নীরজ শেখরের প্রশ্নের জবাবে লিখিত আকারে এই তথ্য দেন কেন্দ্রীয়মন্ত্রী। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে- ২২১৬.৭ কিলোমিটার।

কেন্দ্রীয়মন্ত্রী এদিন জানান, "পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ২২১৬.৭ কিমি, যার মধ্যে ১৬৪৭.৬৯৬ কিমি বেড়ায় আচ্ছাদিত। ৫৬৯.০০৪ কিলোমিটার অবশিষ্ট অংশ, যা এখনও বেড়া এবং অন্যান্য সীমান্ত পরিকাঠামোগত কাজের আওতায় পড়েনি, তার মধ্যে ১১২.৭৮০ কিলোমিটার অ-সম্ভাব্য এবং ৪৫৬.২২৪ কিলোমিটার সম্ভাব্য। পশ্চিমবঙ্গে ৪৫৬.২২৪ কিলোমিটার সম্ভাব্য আইবি দৈর্ঘ্যের মধ্যে ৭৭.৯৩৫ কিলোমিটার জমি নির্বাহক সংস্থাকে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩৭৮.২৮৯ কিলোমিটার অংশের মধ্যে, রাজ্য সরকার এখনও ১৪৮.৯৭১ কিলোমিটার জমি অধিগ্রহণ শুরু করেনি। ২২৯.৩১৮ কিলোমিটারের অবশিষ্ট জমি অধিগ্রহণের বিভিন্ন পর্যায়ে রয়েছে।"