নিউ দিল্লি : দেশজুড়ে ভ্যাকসিনের সংকট রয়েছে। ভ্যাকসিনের অভাবে টিকাকরণ প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে কোভিশিল্ড রফতানির আবেদন খারিজ করল কেন্দ্র।


ইংল্যান্ডে ৫০ লক্ষ ডোজ পাঠানোর অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছিল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সিরামের তরফে এনিয়ে বেশ কয়েকবার কেন্দ্রের সঙ্গে আলোচনাও হয়। কিন্তু, আন্তর্জাতিক চাপ উড়িয়ে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দেয়, প্রথমে ভারতীয়দের ভ্যাকসিনের জোগান দিতে হবে।


সূত্রের খবর, রাজ্যগুলিকে বলা হয় ১৮-৪৪ বছর বয়সিদের টিকা দিতে ওই সংস্থার কাছে ভ্যাকসিন চাওয়ার জন্য। এখন এই ৫০ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিনের জোগান রয়েছে। রাজ্যগুলিকে বলা হয়েছে তা সংগ্রহ করে নিতে। বেসরকারি হাসপাতালও তা নিতে পারবে।


প্রসঙ্গত, এপর্যন্ত দেশে ভ্যাকসিনের ১৭ কোটি ২৬ লক্ষ ৩৩ হাজার ৭৬১ ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবার ১৮ থেকে ৪৪ বছর বয়সি ৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। এবং তৃতীয় দফার টিকাকরণ শুরু হওয়ার পর থেকে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৫ লক্ষ ৫২ হাজার ৮৪৩ ডোজ দেওয়া হয়েছে।


সরকার দাবি করেছে, এপর্যন্ত তারা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে ১৮ কোটির বেশি(১৮ কোটি ৩ হাজার ১৬০) ভ্যাকসিন ডোজের জোগান দিয়েছে। এর মধ্যে টিকাকরণ ও নষ্ট হয়ে যাওয়া মিলিয়ে মোট সংখ্যা ১৭ কোটি ৯ লক্ষ ৭১ হাজার ৪২৯।


৯০ লক্ষর বেশি(৯০ লক্ষ ৩১ হাজার ৬৯১) ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মজুত রয়েছে। আগামী তিন দিনের মধ্যে অতিরিক্ত আরও ৭ লক্ষর বেশি ডোজ( ৭ লক্ষ ২৯ হাজার ৬১০) তারা পাবে।


প্রসঙ্গত, ভারতে এখন দুটি ভ্যাকসিন রয়েছে। একটি কোভিশিল্ড এবং অপরটি কোভ্যাকসিন। কোভিশিল্ড তৈরি করছে সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া এবং কোভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক। এছাড়া রাশিয়ার স্পুটনিক ভি-কেও ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ভ্যাকসিন তৈরি করবে পাঁচটি সংস্থা।