কলকাতা: ইউকে-তে ভারতের হাই কমিশনের সহযোগীতায় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, ভারত সরকার আয়োজন করল একটি সাংস্কৃতির সন্ধ্যা যার নাম ছিল 'চলো ইন্ডিয়া'। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল লন্ডনের বিখ্যাত ও ইউনেস্কো হেরিটেজ কাতি সাক-এ। ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য ও হেরিটেজকে এই 'চলো ইন্ডিয়া' অনুষ্ঠানে তুলে ধরা হয়েছিল।
অনুষ্ঠানটির উদ্যোক্ত ছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি ও এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, যাঁরা ভারতের বাইরে থাকেন তাঁদের মনে ভারত সম্প্রর্কে আগ্রহের জন্ম দেওয়া ও তাঁরা যাতে ভারতে আসেন সেই দিনটা নিশ্চিত করা। ইউকে-তে যে ভারতীয় কমিউনিটি রয়েছে, তাঁরা এদিন বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে। যেহেতু ভারতে জীবিকার একটি বড় অংশ যুক্ত ভ্রমণের সঙ্গে, সেই কারণেই এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সম্মানীয় পর্যটনমন্ত্রী শ্রী গজেন্দ্র সিংহ শেখওয়াত, হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী, তেলঙ্গানা, উত্তরাখণ্ড ও গোয়ার পর্যটনমন্ত্রী, ও ওড়িশার পর্যটন প্রতিমন্ত্রী। নৃত্যানুষ্ঠানের মধ্যে ছিল ভারতের দুই আদি নাচের ধারা, ভরতনাট্যম ও গরবার পারফর্মমেন্স। একটি গল্পের মতো করেই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিকগুলি। আমন্ত্রিত বক্তা হিসেবে ছিলেন মনিষা রাজেশ। ব্রিটিশ লেখক মনিষা রাজেশ তাঁর ভারতের ৪ মাসের ট্রেন সফরের অভিজ্ঞতা শেয়ার করে নেন। তিনি বলেন ভারত কতটা গভীরে মিশে রয়েছে সংস্কৃতি আর ততটাই সুন্দর ভারতের প্রাকৃতিক শোভাও।
এদিনের অনুষ্ঠানে প্রকাশ করা হল 'চলো ইন্ডিয়া' বলে একটি পোর্টালেরও। এই পোস্টালে বিনামূল্যে মিলবে ই-ট্যুরিস্ট ভিসা। তবে এই বিনামূল্যে ই-ট্যুরিস্ট ভিসার সময়সীমা রয়েছে। আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মিলতে এই বিনামূল্যে ই-ট্যুরিস্ট ভিসা। ভারতে যাতে আরও বেশি মানুষ বিদেশ থেকে আসেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হন, সেই কারণেই এই উদ্যোগ। উদ্যোক্তাদের আশা এই বিনামূল্যে ই-ট্যুরিস্ট ভিসা অনেকেই গ্রহণ করবেন আর ভারতে এসে এই দেশকে নতুনভাবে আবিষ্কার করবেন।
নিজের বক্তব্যে পর্যটনমন্ত্রী শ্রী গজেন্দ্র সিংহ শেখওয়াত বলেন ভারতের রন্ধ্রে রন্ধ্রে যে সংস্কৃতি মিশে রয়েছে সেই বিষয়টা। শুধু সাংস্কৃতিক নয়, ভারত ঐতিহাসিকভাবে এত গুরুত্বপূর্ণ একটা দেশ, এদিন শ্রী গজেন্দ্র সিংহ শেখওয়াত তাঁর মন্তব্যে তুলে ধরেন সেই সমস্ত কথাও। ডিরেক্টর অফ জেনারেল ট্যুরিজম মিসেস মুগ্ধা সিংহ অনুষ্ঠানের শেষ করেন একটি ভোট অফ থ্যাঙ্কস দিয়ে।
আরও বিশদ তথ্যের জন্য ভিজিট করুন - www.Chaloindia.gov.in