চাণক্য নীতি: শুধু শ্রেষ্ঠ শিক্ষক নন, আচার্য চাণক্য শ্রেষ্ঠ বিদ্বানও ছিলেন। অর্থশাস্ত্র ছাড়া আরও নানা বিষয়ে তাঁর বিপুল জ্ঞান ছিল। মানুষের ওপর প্রভাব ফেলে এমন সমস্ত বিষয় গভীরভাবে অধ্যয়ন করেন তিনি। তিনি বলেছেন, প্রত্যেকের জীবনে খারাপ সময় আসে। সে সময়ই তাঁকে প্রকৃতভাবে চেনা যায়। তাঁর কথায়, রাতের শেষে যেমন দিন আসে, তেমনই জীবনে দুঃখের শেষে আসে সুখ। সুখ দুঃখের এই চক্র মানবজীবনে চলতেই থাকে।
তাঁর কথায়, খারাপ সময় মানুষকে ভেতর থেকে মজবুত তৈরি করে, যেমন আগুনের তাপে পোড়ানো হয় সোনা। মানুষকে তা বহু কিছু শেখায়, তাই সময় খারাপ হলে কখনও ঘাবড়ে যেতে নেই, এ জন্য সর্বদা তৈরি থাকা উচিত। তিনি বলেছেন,
আত্মবিশ্বাস কখনও হারাবেন না
সময় খারাপ হলেও আত্মবিশ্বাস যেন কখনও দুর্বল না হয়। আত্মবিশ্বাসই এই সময় সব থেকে বেশি সাহায্য করে।
সম্পর্ক বুঝতে সাহায্য করে
চাণক্য বলেছেন, মানুষ তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সম্পর্কে সব থেকে ভাল বুঝতে পারে নিজের খারাপ সময়ে। আপনার যদি খারাপ সময় চলে, তবে সুযোগসন্ধানীরা সবার আগে পাশ থেকে সরে যাবে। যাঁরা প্রকৃতই আপনাকে ভালবাসেন, তাঁরাই শুধু পাশে থাকবেন। তাই খারাপ সময়ে যাঁরা পাশে থাকেন, তাঁদের হাত কখনও ছাড়বেন না।
ধৈর্য রাখুন
আচার্য চাণক্য বলেছেন, যতই সময় খারাপ পড়ুক, কখনও ধৈর্য হারাবেন না। মনে আশা ও বিশ্বাস রাখুন। দুঃখ জীবনে কখনও স্থায়ী হয় না, একটা না একটা সময় মেঘ সরে যাবেই। কিন্তু এই সময়টা জোরের সঙ্গে মোকাবিলা করুন। মন থেকে বার করে দিন নেতিবাচক চিন্তাভাবনা।
Chanakya Niti: সময় খারাপ চলছে? চাণক্যর এই ৩ উপদেশ মাথায় রাখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Nov 2020 03:20 PM (IST)
সময় খারাপ হলেও আত্মবিশ্বাস যেন কখনও দুর্বল না হয়। আত্মবিশ্বাসই এই সময় সব থেকে বেশি সাহায্য করে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -