Chanakya Niti: কর্মক্ষেত্রে, চাকরিস্থলে আমরা অনেকেই অনেক সময় খারাপ সময়ের মধ্য দিয়ে যাই। শত্রুর চক্রান্তের মুখে পড়ে দুর্দশায় পড়তে হয়। সেইসব থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে গিয়েছেন আচার্য চাণক্য। চাণক্যর মতে, আপনার যদি চাকরি নিয়ে বা চাকরির ক্ষেত্রে কোনও সমস্যা থেকে থাকে, তা হলে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় মন্ত্র হল ধৈর্য। মনে রাখতে হবে, সব মানুষই জীবনের কোনও না কোনও সময়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে পার হয়। কিন্তু খারাপ সময়টায় মন স্থির রাখতে হবে। মনে রাখতে হবে, খারাপ সময় চিরকাল থাকে না। একটা সময়ের পর পার হয়ে যায় খারাপ সময়। চাকা ঘুরতে ঘুরতে আবার ভাল দিনের দেখা মেলে। কিন্তু সেই সুসময়টায় তারাই পৌঁছতে পারে, যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে। অপেক্ষা তাই খুব মূল্যবান বলে মনে করছেন চাণক্য। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে খারাপ সময়ের জন্য অনেক সময়েই আমরা কোনও ব্যক্তি বা কোনও গোষ্ঠীকে দায়ী করি। নিজের খারাপ সময় উপস্থিত হওয়ার পর বেশিরভাগ মানুষই নিজেকে ধরে রাখতে পারেন না। যাদের উপর ক্ষোভ, তাদের উপর চড়াও হন, বা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেলেন। কিন্তু চাণক্য একে ভুল পথ হিসেবে চিহ্নিত করছেন। তাঁর মতে তখনকার মতো রাগ হলেও ব্যক্তিকে সংযত থাকতে হবে। অন্তরে দহন হতে থাকলেও বাইরে প্রকাশ হতে দেওয়া চলবে না। বরং অপেক্ষা করতে হবে সুসময় আসার জন্য। খারাপ সময়টার মধ্যে রণকৌশল তৈরি করতে হবে যে সুসময় আসার পর কেমন করে শত্রুদের শায়েস্তা করা যেতে পারে। আবার কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চাণক্য। তিনি মনে করতেন কাজের পরিসরে অনেক সময়েই অনেকের কথার সঠিক অর্থ আমরা বুঝতে পারি না। একজন যা বলতে চাইছে বা চেয়েছে, তার সম্পূর্ণ ভুল মানে বুঝে লোকটি সম্পর্কে ভুল ধারণা তৈরি করি। কর্মক্ষেত্রে কারও সঙ্গেই সম্পর্কের দরজা একেবারে বন্ধ করে দেওয়া উচিত নয় বলে মনে করতেন চাণক্য। |
চাকরিস্থলে খারাপ সময়েও ধৈর্য ধরে রাখতে হবে, পরামর্শ চাণক্যর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Dec 2020 09:13 AM (IST)
চাণক্যর মতে, আপনার যদি চাকরি নিয়ে বা চাকরির ক্ষেত্রে কোনও সমস্যা থেকে থাকে, তা হলে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় মন্ত্র হল ধৈর্য।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -