নয়া দিল্লি : শুরু হয়েছে চন্দ্রগ্রহণ। দোল উৎসবের মাঝেই গ্রহণ লাগল চাঁদে। ২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ এটি। দোল পূর্ণিমা শুরু হয়েছে রবিবার রাত থেকেই। আর এদিনই ভারতীয় সময় সকাল ১০.২৩ মিনিটে শুরু হয়ে গিয়েছে গ্রহণ। আর এই গ্রহণ চলবে দুপুর ৩.০২ মিনিট পর্যন্ত। যেহেতু ভারতে এই সময়টা দিনের বেলা, তাই গ্রহণের চাঁদ দেখা যাবে না ভারত থেকে। 



  • ভারতের কোথাও থেকেই কি এই গ্রহণ দেখা যাবে না? জ্যোতির্বিজ্ঞান অনুসারে, কোনও কোনও মহাদেশ থেকে দেখা যাবে গ্রহণ।

  • এশিয়ার উত্তর ও পূর্ব অংশ থেকে গ্রহণ দেখা যাবে ।

  • দেখা যাবে ইউরোপ থেকেও।

  • গ্রহণ দৃষ্টিগোচর হবে অস্ট্রেলিয়া, উত্তর আমরিকা থেকেই। 

  • গ্রহণ দেখা যেতে পারে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা থেকে।

  • গ্রহণ যে যে দেশ থেকে দেখতে পাওয়ার কথা , সেই তালিকায় ভারত নেই।           

    কখন চন্দ্রগ্রহণ হয়?                         


    সূর্যের আলো চাঁদের উপর পড়ে প্রতিফলিত হলে চাঁদকে আলোকিত দেখায়। মহাজাগতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় চলে এলে, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। তখন হয় চন্দ্রগ্রহণ।      

    চন্দ্রগ্রহণ দেখতে পাওয়ার তালিকায় যেসব দেশ রয়েছে, তাদেরও মনে রাখতে হবে গ্রহণ দেখার কয়েকটি শর্ত।  আকাশ পরিষ্কার থাকলে, তবেই গ্রহণ ভালোভাবে দেখা যাবে। হতাশ হওয়া চলবে না। আবহাওয়া পরিষ্কার না থাকলে, কোনও মতেই গ্রহণ দেখা যাবে না। দুরবীন বা টেলিস্কোপ ব্যবহার করে গ্রহণ দেখুন। চন্দ্রগ্রহণ কয়েক ঘন্টা স্থায়ী হচ্ছে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই শ্রেয়। চন্দ্রগ্রহণ বিভিন্ন পর্যায়ে চাঁদের রূপ একেক রকম।  


    কেউ কেউ চন্দ্রগ্রহণের ছবি তুলে রাখতে চান।   ক্যামেরা স্থির রাখতে হবে। প্রয়োজনে ট্রাইপড ব্যবহার করুন ।ইভেন্টটি ক্যাপচার করতে এক্সপোজার সেটিংস নিয়ে পরীক্ষা করুন। চাঁদের ক্লোজ-আপ শটের জন্য টেলিফটো লেন্স ব্যবহার করতে হবে। তবে চন্দ্রগ্রহণ দেখার সময়ে চোখের সুরক্ষার প্রয়োজন নেই। সূর্যগ্রহণের ক্ষেত্রে চোখের সুরক্ষার প্রয়োজন হয়। চন্দ্রগ্রহণ খালি চোখে পর্যবেক্ষণ করা যায় নিরাপদেই। বিশেষ চোখের সুরক্ষার প্রয়োজন নেই।   


     


    আরও পড়ুন : 


    ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩